বাংলা নিউজ > ঘরে বাইরে > Air India Urination Case: ৮০% কত্থক শিল্পী নিজেদের গায়ে প্রস্রাব করেন, বয়স্ক মহিলাকেই দুষলেন অভিযুক্তের আইনজীবী

Air India Urination Case: ৮০% কত্থক শিল্পী নিজেদের গায়ে প্রস্রাব করেন, বয়স্ক মহিলাকেই দুষলেন অভিযুক্তের আইনজীবী

এয়ার ইন্ডিয়ার প্রস্রাব-কাণ্ডের অভিযুক্ত শঙ্কর মিশ্র। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Air India Urination Case: গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-নয়াদিল্লি বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের বিরুদ্ধে। সেই ঘটনায় আজ নয়া যুক্তি খাড়া করলেন শঙ্করের আইনজীবীরা।

অভিযোগকারী বৃদ্ধা নিজেই নিজের গায়ের প্রস্রাব করেছিলেন। এমনই দাবি করলেন এয়ার ইন্ডিয়ার প্রস্রাব-কাণ্ডে ধৃত শঙ্কর মিশ্রের আইনজীবী। সেইসঙ্গে শঙ্করের আইনজীবী যুক্তি দেন, ওই বৃদ্ধা আদতে কত্থক শিল্পী। আর ৮০ শতাংশ কত্থক শিল্পীই নিজেই নিজের গায়ে প্রস্রাবের সমস্যায় ভোগেন।

গত ৭ জানুয়ারি শঙ্করকে হেফাজতে নেওয়ার যে আর্জি জানিয়েছিল, তা গৃহীত হয়নি। এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব-কাণ্ডের অভিযুক্ত শঙ্করকে হেফাজতে পেতে ম্যাজিস্ট্রেট কোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানায় দিল্লি পুলিশ।শুক্রবার সেই মামলার শুনানির সময় অভিযুক্ত শঙ্করের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল প্রস্রাব করেননি। 

শঙ্করের আইনজীবী সওয়াল করেন, 'আমার মক্কেল দোষী নন। নিশ্চিতভাবে ওটা অন্য কেউ হবেন। উনি নিজেই প্রস্রাব করেছিলেন। মূত্রনালি সংক্রান্ত ওঁনার কোনও রোগ আছে। (শঙ্কর) প্রস্রাব করেননি। উনি নিজেই নিজের গায়ে প্রস্রাব করেছিলেন। উনি কত্থক শিল্পী। ৮০ শতাংশ কত্থক শিল্পীর এই সমস্যা আছে।' সঙ্গে তিনি বলেন, ‘শুধুমাত্র পিছন দিক থেকে তাঁর (অভিযোগকারী বৃদ্ধা) আসনের কাছে যাওয়া সম্ভব ছিল। কোনওভাবেই তাঁর আসনের সামনের দিকে প্রস্রাব যেত না। পিছনে বসে থাকা যাত্রীরাও এরকম কোনও অভিযোগ করেননি।’

আরও পড়ুন: AI Urinating Incident:বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর খোয়ালেন চাকরি, পুত্রের সমর্থনে বাবা দিলেন কোন সাফাই?

যদিও দিল্লির সেশনস কোর্টের বিচারক বলেন, ‘বিমানের একদিক থেকে অপরদিকে যাওয়া মোটেও অসম্ভব নয়। আমিও বিমানে চড়েছি। যে কোনও সারি থেকে যে কেউ কাছে চলে আসতে পারেন এবং যে কোনও জায়গায় যেতে পারেন।’ সেইসঙ্গে গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-নয়াদিল্লি বিমানের আসনের নকশাও দেখতে চান বিচারক।

আরও পড়ুন: AI Urinating case: শঙ্কর মিশ্র 'নিয়ন্ত্রণ করতে পারেননি মদ্যপান, তবে প্যান্টের চেইন খোলা কোনও....' কোর্টে কী জানানো হল?

উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-দিল্লির বিমানের বিজনেস ক্লাসে এক বৃদ্ধার নামে প্রস্রাবের অভিযোগ ওঠে শঙ্করের বিরুদ্ধে। যিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনা নিয়ে শোরগোল হওয়ার শঙ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে বেঙ্গালুরু থেকে অভিযুক্ত শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ। যে ব্যক্তিকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করেছে মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থা ওয়েল ফার্গো। যে সংস্থার ভারতের সহ-সভাপতি ছিলেন শঙ্কর। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

পরবর্তী খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.