সোমবার রাতে দোহা থেকে মুম্বইয়ের উদ্দেশে প্রথম উড়ান এয়ার ইন্ডিয়া-ভিস্তারার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভিস্তারার বিমান চলাচলের দিন শেষ হওয়ার পরে এয়ার ইন্ডিয়া-ভিস্তারার এই ফ্লাইট।
'এআই ২২৮৬' নামের বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ৭ মিনিটে দোহা থেকে রওনা হয় এবং মঙ্গলবার সকালে মুম্বইতে অবতরণ করে।
ফ্লাইটটি কেবল প্রথম ফ্লাইটই হবে না, এটা প্রথম আন্তর্জাতিক অপারেশনও হবে। ফ্লাইটের সময়কাল প্রায় তিন ঘন্টা।
মঙ্গলবার সকাল দেড়টা নাগাদ মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় তাঁদের প্রথম শিডিউল ফ্লাইট এআই২৯৮৪। এটি একটি এ৩২০ বিমান ।
সংযুক্তিকরণের পর এয়ার ইন্ডিয়া পরিচালিত সমস্ত ভিস্তারা ফ্লাইটে 'এআই টু এক্স' কোড ব্যবহার করা হচ্ছে, যাতে বুকিংয়ের সময় যাত্রীরা ফ্লাইট শনাক্ত করতে পারেন।
টাটা গ্রুপের উভয় অংশই এয়ার ইন্ডিয়ার সাথে ভিস্তারার সংহতিকরণ দেশের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে একটি বড় সংহতিকরণকে চিহ্নিত করে।
ভিস্তারা টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি যৌথ উদ্যোগ। সংযুক্তিকরণের পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে থাকবে এয়ার ইন্ডিয়া-ভিস্তারার যৌথ সংস্থায় ২৫.১ শতাংশ।
দুটি বিমান সংস্থা ২০২২ সালের নভেম্বরে ঘোষণা করেছিল যে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে গ্রাহকরা ধীরে ধীরে ১২ নভেম্বর ২০২৪ থেকে ভ্রমণের তারিখের জন্য ভিস্তারার সাথে ফ্লাইট বুক করার ক্ষমতা হারাবেন।
এয়ার ইন্ডিয়ার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেন, 'এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার ক্রস-ফাংশনাল টিম বহু মাস ধরে একসঙ্গে কাজ করছে যাতে বিমান, ক্রু, গ্রাউন্ড-ভিত্তিক সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মূল্যবান গ্রাহকরা নতুন এয়ার ইন্ডিয়ায় স্থানান্তরিত হয়। হিন্দুস্তান টাইমস ও সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে বিষয়টি জানা গিয়েছে।
এদিকে আগেই এয়ার ইন্ডিয়া ও ভিস্তারার এই সংযুক্তিকরণ নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কথা ছিল ১১ নভেম্বর 'অবসর' নেবে ভিস্তারা। সেই মতোই অবসর নেয় ভিস্তারা। এরপর১২ নভেম্বর থেকে সেটা সংযুক্তিকরণ হয় এয়ার ইন্ডিয়ার সঙ্গে। অর্থাৎ ভিস্তারা নামে শেষবার বিমান উড়েছে ১১ নভেম্বর। এনিয়ে কর্মীদের কাছে দেওয়া বার্তায় এয়ার ইন্ডিয়ার প্রধান ক্যাম্পবেল উইলসন জানিয়েছিলেন, ১২ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর নিয়ে ভিস্তারার সব বিমান উড়বে। যদিও ২০২৫ সালের প্রথমদিক পর্যন্ত প্রায় সব বিমান, সূচি এবং বিমানকর্মী অপরিবর্তিত রাখা হবে।
সেই মতো ১২ নভেম্বর বিমান উড়ল। ভিস্তারা আর এয়ার ইন্ডিয়ার যৌথ উড়ান।