বাংলা নিউজ > ঘরে বাইরে > Air India: এয়ার ইন্ডিয়ার বিমানের খাবারে পাথরের টুকরো, কী অবস্থা! কী বলছে Tata?

Air India: এয়ার ইন্ডিয়ার বিমানের খাবারে পাথরের টুকরো, কী অবস্থা! কী বলছে Tata?

বিমানের খাবারে পাথরের টুকরো, টুইটার

তিনি এই টুইট করতেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। অনেকেই এর সমালোচনায় মুখর। টাটা গ্রুপ পরিচালিত এই বিমান সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। অনেকেই লিখছেন পরিষেবা নিয়ে যখন এত অভিযোগ উঠছে তখন এয়ার ইন্ডিয়ার সতর্ক হওয়া দরকার।

ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। প্রস্রাবকাণ্ডের পরে এবার বিমানে দেওয়া খাবারে পাথর থাকার অভিযোগ। এবার এক মহিলা যাত্রী টুইটারে অভিযোগ করেছেন, তাঁকে যে খাবার পরিবেশন করা হয়েছিল তার মধ্যে একটুকরো পাথর ছিল। ওই টুইটার ব্যবহারকারীর নাম সর্বপ্রিয়া সংগন। তিনি দুটি ছবি দিয়ে জানিয়েছেন খাবারের মধ্যে ছোট পাথরের টুকরো ছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫তে এই খাবার দেওয়া হয়েছিল। সেখানেই ছিল কাঁকড়।

সেই টুইটে তিনি এয়ার ইন্ডিয়াকেও ট্যাগ করেছেন। তিনি লিখেছেন, এয়ার ইন্ডিয়ায় পাথর ছাড়া খাবার পরিবেশনের জন্য আপনাকে প্রচুর লোকজন বা টাকা খরচ করতে হবে এমনটা নয়। বিমানে এই খাবার আমাকে দেওয়া হয়েছিল। ক্রু মেম্বারকে বিষয়টি জানিয়েছিলাম। এই ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না।

এদিকে তিনি এই টুইট করতেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। অনেকেই এর সমালোচনায় মুখর। টাটা গ্রুপ পরিচালিত এই বিমান সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। অনেকেই লিখছেন পরিষেবা নিয়ে যখন এত অভিযোগ উঠছে তখন এয়ার ইন্ডিয়ার সতর্ক হওয়া দরকার।

একজন লিখেছেন, ডিয়ার টাটা কোম্পানি, একটা সময় টাটারা বিমান পরিষেবায় একটি মান ঠিক করে দিয়েছিলেন। গোটা বিশ্ব এটিকে মান্যতা দিত। সরকার এটি অধিগ্রহণ করার আগে এমনটাই ছিল। এখন আপনারা আবার মালিকানায় ফিরে এসেছেন। আর আরও নীচে নামাচ্ছেন। আপনাদের কি কোনও কর্পোরেট দূরদৃষ্টি নেই? কীভাবে প্রস্রাব কেলেঙ্কারিকে সামলালেন? এখন কীভাবে সামলাবেন?

অপর একজন লিখেছেন, আমরা ভেবেছিলাম এয়ার ইন্ডিয়া বিশ্বের সবথেকে সেরা বিমান সংস্থার সঙ্গে পাল্লা দেবে, এখন বুঝছি তারা শুধু মাত্র ভারতীয় রেলের সঙ্গে পাল্লা দিচ্ছে।

তবে এই টুইটের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, ম্যাডাম আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের ক্যাটারিং টিমের সঙ্গে কথা বলছি। আমাদের একটু সময় দিন। এটা আমাদের নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।

এদিকে এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এনিয়ে শোরগোল পড়ে যায়। তাকে গ্রেফতারও করা হয়েছিল। তার অফিস তাকে ইতিমধ্যেই চাকরি থেকে সরিয়ে দিয়েছে। এদিকে টাটা সনসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেকারণে সবরকম পর্যালোচনা করা হচ্ছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.