দোহা থেকে আয়ারল্যান্ড যাচ্ছিল বিমানটি। কাতার বিমান সংস্থার বিমান। মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্স। তার জেরে অন্তত ১২জন যাত্রী আহত হয়েছেন। তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি সঠিক সময়েই এসেছে। নিরাপদেই অবতরণ করেছে বিমানটি।
ফ্লাইট QR017 ডাবলিনের স্থানীয় সময় অনুসারে দুপুর ১টা নাগাদ ফিরে আসে। এয়ারপোর্ট সূত্রে তেমনটাই জানা গিয়েছে।
ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণ করার পরেই এমার্জেন্সি সার্ভিস তৎপর হয়ে ওঠে। এয়ারপোর্ট পুলিশ, দমকল, সহ একাধিক দফতর ছিল। ৬জন যাত্রী ও ৬জন ক্রু আহত হয়েছিলেন। তুর্কির আকাশের উপর দিয়ে যখন উড়ছিল তখন আচমকাই এই এয়ার টার্বুল্যান্স দেখা দেয়।
এর জেরে সাধারণত বিমানে প্রবল ঝাঁকুনি দেখা দেয়। তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই ধরনের এয়ার টার্বুল্যান্স হয়েছিল।সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান লন্ডন থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। তখনই এই ধরনের এয়ার টার্বুল্যান্সের ঘটনা ঘটে। এর জেরে বিমানে ব্যপক ঝাঁকুনি দেখা দেয়। সেই সময় ঝাঁকুনি এমন হয়েছিল যে ৭৩ বছর বয়সি এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু পর্যন্ত হয়েছিল। ২০জন আহত হয়েছিলেন। তবে বিমানে এই ধরনের টার্বুল্যান্সের মুখে পড়ার বিষয়টি খুব অস্বাভাবিক নয়।