বিমান বা বিমানবন্দরে ভুয়ো বোমা হুমকির খরব প্রায়ই শোনা যায়। কলকাতা থেকে শুরু করে দিল্লি, মুম্বই বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে এই ধরনের একাধিক ভুয়ো হুমকি পাওয়া গিয়েছে। ২০২৪ সালে ভারতজুড়ে বিমান সংস্থাগুলি মোট কতগুলি ভুয়ো বোমা হুমকি পেয়েছে সে বিষয়ে পরিসংখ্যান পেশ করলেন বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মোহন। সোমবার সংসদে তিনি জানিয়েছে, গত বছর দেশজুড়ে বিমান সংস্থাগুলি ৭২৮টি ভুয়ো বোমা হুমকি পেয়েছে। আর এই ঘটনাগুলিতে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লিগামী একাধিক বিমানে রয়েছে বোমা, পরপর ২টি হুমকি বার্তা দিয়ে গ্রেফতার যুবক
সাংসদ পরিমল নাথানির লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তথ্য জানিয়েছেন মুরলীধর মোহন। তিনি বলেন, দেশের বিমান চলাচল নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) অনুসারে, ইন্ডিগো সবেচেয় বেশি ভুয়ো বোমা হুমকি পেয়েছে, যে সংখ্যাটি হল ২১৬টি। এয়ার ইন্ডিয়া পেয়েছে ১৭৯টি, প্রাক্তন বিমান সংস্থা ভিস্তারা পেয়েছে ১৫৩টি, আকাশা এয়ার ৭২টি, স্পাইসজেট ৩৫টি, অ্যালায়েন্স এয়ার ২৬টি, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৯ টি এবং স্টার এয়ার পেয়েছে ৫টি। বেসামরিক পরিবহণ প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের বিমান চলাচল নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিমান সংস্থাগুলি মোট ৭২৮টি ভুয়ো বোমা হুমকি পেয়েছে। ২০২৪ সালে ভুয়ো বোমা হুমকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’
মন্ত্রী বলেন, বিদেশী বিমান সংস্থাগুলিও ভুয়ো বোমা হুমকি পেয়েছিল। তবে সংখ্যাটি খুবই কম ছিল। তারমধ্যে দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস ৫টি এবং এয়ার আরাবিয়া ৩ টি বোমা হুমকি পেয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, এয়ার কানাডা, অ্যারোফ্লট, এতিহাদ, ক্যাথে প্যাসিফিক, নক এয়ার এবং থাই লায়ন এয়ার একটি করে এই ধরণের হুমকি ফোন পেয়েছিল। এই ধরনের হুমকি প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টিও জানিয়েছেন মোহন। তিনি জানান, এর মোকাবেলার জন্য ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি শক্তিশালী প্রোটোকল বাধ্যতামূলক করেছে।
এছাড়াও, এই ধরনের হুমকি মোকাবেলার জন্য বম্ব থ্রেট কন্টিনজেন্সি প্ল্যান (বিটিসিপি) বিস্তারিত পরিকল্পনা করেছে এবং বিটিসিপির অংশ হিসেবে প্রতিটি বিমানবন্দরে একটি বোমা হুমকি মূল্যায়ন কমিটি (বিটিএসি) রয়েছে। এই কমিটি হুমকি ফোন পেলেই তা বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী কাজ করে। ভুয়ো বোমা হুমকি মোকাবেলা করার জন্য বিটিএসি দেশের সব বেসামরিক বিমান চলাচল সংস্থাগুলির কাছে নিরাপত্তা ব্যবস্থা সুগম করার এবং বেসামরিক বিমান চলাচলে যেকোনও বেআইনি হস্তক্ষেপ রোধ করার জন্য পরামর্শ জারি করেছে।