ভূমিধসে বিধ্বস্ত কেরল। সেই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃতের সংখ্যা ২০০ ছুঁই ছুঁই। এখনও অনেকেই হয়ত মাটি, কাদা জলে চিরনিদ্রায় শায়িত আছেন। তবে প্রবল বৃষ্টি জারি থাকায় সেখানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ওয়ানাড়ে গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার এয়ারটেলের তরফ থেকে বড় ঘোষণা করা হল। দুর্যোগে নাজেহাল কেরলের মানুষের পাশে দাঁড়িয়ে সংস্থর তরফ থেকে ঘোষণা করা হল, এই সময়কালের মধ্যে কেরলের ওয়ানানড়ে যাঁদের রিচার্জ শেষ হয়ে গিয়েছে এবং পুনরায় রিচার্জ করাতে পারছেন না, তাঁদের দৈনিক ১ জিবি করে ডেটা দেবে এয়রটেল। এই ফ্রি ডেটা আগামী তিনদিনের জন্যে দেওয়া হবে। (আরও পড়ুন: বাড়ল LPG-র দাম, ঘনিয়ে আসছে সরকারি কর্মীদের 'ডেডলাইন', যা যা বদলাচ্ছে অগস্টে...)
আরও পড়ুন: অগস্টে ২ দফায় লম্বা ছুটি পাবেন সরকারি কর্মীরা, এই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ?
এছাড়াও ওয়ানাড়ের যে সকল এয়ারটেল গ্রাহকরা রিচার্জ করাতে পারছেন না, তাঁদের এই আগামী তিনদিনের জন্যে আনলিমিটেড ফ্রি কলের সুবিধা দেওয়া হবে। এরই পাশাপাশি দৈনিক ১০০টি করে ফ্রি এসএমএস-ও দেওয়ার ঘোষণা করেছে এয়ারটেল। এদিকে পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে বিল মেটানোর জন্যে একমাস অতিরিক্ত সময় দেওয়ার ঘোষণা করেছে এয়ারটেল। এই সময়কালের মধ্যে সেই গ্রাহকদের পরিষেবা ব্যাহত হবে না বলে আশ্বাস দিয়েছে সংস্থা। শুধু তাই নয়, এয়ারটেল জানিয়েছে, কেরলে তাদের যে ৫২টি রিটেল স্টোর আছে, সেগুলিকে ত্রাণ সামগ্রী বিতরণ কেন্দ্রে পরিণত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে তারা সাহায্য করছে।
আরও পড়ুন: কেরলে মৃত বেড়ে ২৭৫! দুর্যোগের মধ্যেই সেতু তৈরি করে উদ্ধারকাজ জারি সেনার
রিপোর্ট অনুযায়ী, সোমবার গভীর থেকেই ওয়ানাড়ের মেপ্পাদির কাছে একাধিক পাহাড়ি এলাকায় ধস নামে। রাত ১ টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধস নেমেছিল। এর ঘণ্টাতিনেক পরে দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে। তার জেরে আশপাশের বাড়ি এবং দোকানের মধ্যে জল এবং কাদা ঢুকে যায়। ওই এলাকায় একটি ব্রিজও ভেঙে পড়ে। তার জেরে কমপক্ষে ৪০০টি পরিবার আটকে পড়ে। একাধিক গাড়ি ভেসে যায়।
এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ ওয়ানাড় এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে 'কমলা' সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, ১ অগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব স্থানে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২ অগস্টও ওয়ানাড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আইএমডি জানিয়েছে, ৩০ ও ৩১ জুলাই কেরলের বহু জেলায় মাঝেমধ্যেই ৩০-৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।