বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘মেড ইন ইন্ডিয়া’ 5G নেটওয়ার্কের জন্য গাঁটছড়া এয়ারটেল ও TCS-র,খুলবে সুযোগের দরজা

‘মেড ইন ইন্ডিয়া’ 5G নেটওয়ার্কের জন্য গাঁটছড়া এয়ারটেল ও TCS-র,খুলবে সুযোগের দরজা

ভারতে ৫জি নেটওয়ার্কের জন্য গাঁটছড়া বাঁধল এয়ারটেল এবং টাটা গ্রুপ। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

সংস্থার আশা, ৫জি নেটওয়ার্কের জন্য এয়ারটেল এবং টাটা গ্রুপ হাত মেলানোর ফলে আগামিদিনে ভারতকে উদ্ভাবন এবং উৎপাদনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার পথ আরও প্রশস্ত হবে।

ভারতে ৫জি নেটওয়ার্কের জন্য গাঁটছড়া বাঁধল এয়ারটেল এবং টাটা গ্রুপ। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজারে মোবাইল নেটওয়ার্কের পঞ্চম জেনারেশনের চাহিদা বাড়ছে। সেই পরিস্থিতিতে দেশীয় দুই সংস্থা হাত মেলানোর ফলে ভারতে ৫-জি নেটওয়ার্কের বিস্তারের কার্যক্রম আরও শক্তিশালী হবে। 

সোমবার এয়ারটেল এবং টাটা গ্রুপের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার পরিকল্পনার আওতায় এয়ারটেল সেই প্রকল্প শুরু করবে। ভারত সরকারের নির্দেশিকা মেনে আগামী বছর জানুয়ারিতে চালু করা হবে সেই প্রকল্প। ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে O-RAN (ওপেন রেডিয়ো অ্যাক্সেস নেটওয়ার্ক) ভিত্তিক রেডিয়ো এবং NSA/SA Core তৈরি করেছে টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। সেইসঙ্গে সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি টেলিকম সামগ্রী মজুত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সেই ‘মেড ইন ইন্ডিয়া’ ৫জি নেটওয়ার্কের প্রকল্প পুরোপুরি বিশ্বব্যাপী মাপকাঠি মেনেই শুরু করা হবে। বাণিজ্যিকভাবে সেই ৫জি নেটওয়ার্ক প্রকল্পের কার্যকারিতা প্রমাণিত হলে ভারতের সামনে রফতানির দরজাও খুলে যাবে। 

বিষয়টি নিয়ে ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও (ভারত এবং দক্ষিণ এশিয়া) ভারতী মিত্তল জানান, ৫জি নেটওয়ার্ক এবং সেই সংক্রান্ত প্রযুক্তির জন্য ভারতকে বিশ্বের হাব গড়ে তোলার জন্য টাটা গ্রুপের সঙ্গে হাত মেলানো হয়েছে। তাতে এয়ারটেল অত্যন্ত খুশি। বিশ্বমানের প্রযুক্তি এবং মেধার কারণে ভারতের সামনে প্রচুর সুযোগ আছে। ৫জি নেটওয়ার্কের জন্য এয়ারটেল এবং টাটা গ্রুপ হাত মেলানোর ফলে আগামিদিনে ভারতকে উদ্ভাবন এবং উৎপাদনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার পথ আরও প্রশস্ত হবে। অন্যদিকে টিসিএস বা টাটা গ্রুপের তরফে এন গণপতি সুব্রমনিয়াম জানান, নেটওয়ার্কিং জগতের বিভন্ন সুযোগের সদ্ব্যবহারের জন্য টাটা গোষ্ঠী সর্বদা বিশ্বমানের প্রযুক্তি তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ।

ঘরে বাইরে খবর

Latest News

ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.