এয়ারটেলের ‘চালাকিতে’ খরচ বাড়ল গ্রাহকদের। আগে যে টাকা দিলে বিনামূল্যে ডেটা মিলত, এখন সেটা আর পাওয়া যাবে না। অর্থাৎ আগে যে টাকা দিচ্ছিলেন এবং ইন্টারনেট ব্যবহার করছিলেন, সেই টাকা দিয়েই নেট ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়তি খরচ করতে হবে তাঁদের। আর পুরোটার নেপথ্যে আছে ট্রাইয়ের (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) নির্দেশিকা। ট্রাই অবশ্য গ্রাহকদের খরচ কমানোর জন্য ইন্টারনেট প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা থাকা রিচার্জ প্ল্যান চালু করতে বলেছিল সমস্ত টেলিকম সংস্থাকে, যাতে যে গ্রাহকদের ইন্টারনেটের প্রয়োজন নেই, তাঁদের অহেতুক ডেটা প্যাকের জন্য টাকা দিতে না হয়। কিন্তু দুটি প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রেখে খাতায়কলমে ট্রাইয়ের নিয়ম পালনের জন্য এয়ারটেল শুধুমাত্র ডেটা প্যাক ছেঁটে ফেলেছে বলে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।
এয়ারটেলের ৫০৯ টাকার প্রিপেড প্ল্যান
১) নয়া প্ল্যানের মেয়াদ হল ৮৪ দিনের। আগেও সেটাই ছিল।
২) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। আগেও সেই সুবিধা পেতেন গ্রাহকরা।
৩) এখন বিনামূল্যে মোট ৯০০টি এসএমএস করা যাবে।
৪) আগে এয়ারটেলের ৫০৯ টাকার প্রিপেড প্ল্য়ানে মোট ৬ জিবি (6GB) বিনামূল্যে ডেটা মিলত। নয়া প্ল্যানে সেটা মিলবে না। অর্থাৎ কেউ যদি এখন ৫০৯ টাকার রিচার্জ করেন, তাহলে তিনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। তাঁকে আলাদা করে ডেটা প্যাক রিচার্জ করতে হবে।
৫) বিনামূল্যে Airtel Xstream app, Apollo 24/7 Circle membership এবং Hello Tunes-র সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।
এয়ারটেলের ১,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান
১,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানে ইন্টারনেটের কোনও বালাই রাখা হয়নি। আগে সেই প্ল্যানের আওতায় মোট ২৪ জিবি ডেটা পাওয়া যেত। এখন সেটা মিলবে না। শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএসের সুযোগ পাবেন গ্রাহকরা। এসএমএস অবশ্য আনলিমিটেড (দিনে ১০০টি) নয়। ৩,০০০টি এসএমএস করা যাবে। তারপর চার্জ কাটা হবে। তাছাড়াও বিনামূল্যে Airtel Xstream app, Apollo 24/7 Circle membership এবং Hello Tunes-র সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।
পরিবর্ত প্ল্যান কী হতে পারে?
১) ৫৪৮ টাকার রিচার্জ প্ল্যান: ৮৪ দিনের মেয়াদ। মোট ৭ জিবি ডেটা মিলবে। আনলিমিটেড ভয়েস কলিং।
২) ২২৪৯ টাকার রিচার্জ প্ল্যান: গ্রাহকদের জন্য ৩৬৫ দিনের মেয়াদ। ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে।