এজিআর বকেয়া বাবদ কয়েক হাজার কোটির দেনা আছে ভোডাফোন-আইডিয়ার। এই আবহে এমনিতেই চাপে এই সংস্থা। এরই মাঝে সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল, স্পেক্ট্রাম বাবদ পেমেন্টের ক্ষেত্রে ভোডাফোন-আইডিয়ার যে ব্যাঙ্ক গ্যারান্টি ছিল, সেটি নাকি মুকুব করে দিতে পারে সরকার। আর এই দাবি সামনে আসতেই টেলিকম দফতরকে চিঠি দিল এয়ারটেল। তাতে এয়ারটেল বলেছে, 'যে ব্যাঙ্ক গ্যারান্টি মুকুবের প্রস্তাব দেওয়া হয়েছে, তা আমরা সমর্থন করি। তবে যেকোও নিয়ন্ত্রক বিধিতে যখন সংস্কার করা হবে, তার কাঠামো যেন সবার জন্যে সমান হয়। সেই ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সংস্থার আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে যেন তা না করা হয়।' উল্লেখ্য, স্পেক্ট্রাম বাবদ পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক গ্যারান্টির বাধ্যবাধকতা রয়েছে এয়ারটেলেরও। (আরও পড়ুন: সংবিধানের ৩৯ (বি) ধারায় সব ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে না সরকার: SC)
আরও পড়ুন: ২৯-এ মিলল '৩০ তারিখে প্যাকেজড' মাশরুম! জোমাটো CEO বললেন - 'মাত্র ৭২০০ টাকার…'
আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় IPO কবে আনছে জিও? বাজারে আসবে রিলায়েন্স রিটেলের শেয়ারও
উল্লেখ্য, আর্থিক সংকটে থাকা ভোডাফোন আইডিয়া ব্যাঙ্ক গ্যারান্টি মুকুব করার দাবি জানিয়ে সরকারের দ্বারস্থ হয়েছিল। সরকার যদি ভোডাফোন-আইডিয়াকে এই ছাড় দেয়, তাহলে তাদের জন্যে তা বড়ই স্বস্তির হবে। পাশাপাশি ব্যাঙ্কের থেকে আরও ঋণ নিতে চাইছে ভোডাফোন-আইডিয়া। সম্প্রতি ভোডাফোন-আইডিয়ার ভবিষ্যত নিয়ে কুমার মঙ্গলম বিড়লা দাবি করেছিলেন, তাঁর সংস্থা শীঘ্রই ঘুরে দাঁড়াবে। এদিকে ব্যাঙ্ক গ্যারান্টির ক্ষেত্রে সরকার যদি ভোডাফোন-আইডিয়ার প্রস্তাব মেনে নেয়, তাহলে তা তাদের জন্যে কিছুটা স্বস্তির হবে। আর এই আবহে এয়ারটেল চাইছে, ভোডাফোন-আইডিয়ার ব্যাঙ্গ গ্যারান্টি মুকুব হলে যেন তাদের ব্যাঙ্ক গ্যারান্টিও মুকুব করা হয়। উল্লেখ্য, গত স্পেক্ট্রাম বণ্টনের ক্ষেত্রে ব্যাঙ্ক গ্যারান্টি বাবদ এয়ারটেলকে বার্ষিক ৩ হাজার কোটি টাকা দিতে হতে পারে। উল্লেখ্য, এয়ারটেল চাইছে, স্পেক্ট্রামের জন্যে আগাম পেমেন্ট করে দিয়ে সুদ বাবদ তারা যেন টাকা বাঁচাতে পারে। (আরও পড়ুন: মন্দিরে খলিস্তানি হামলার প্রতিবাদ, কানাডায় বিক্ষুব্ধ হিন্দুদের জনজোয়ার)
আরও পড়ুন: লাদাখে সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে মুখ খুলল চিন, ভারতের টহল নিয়ে প্রশ্ন হতেই…
প্রসঙ্গত, ভোডাফোন-আইডিয়া, ভারতী এয়রটেলের কাছ থেকে অ্যাডজাস্ট গ্রস রেভেনিউ বাবদ ১ লাখ কোটিরও বেশি পাওনা রয়েছে কেন্দ্রের। এজিআর বকেয়া নতুন করে গণনা করে অর্থের পরিমাণ সংশোধনের দাবি জানিয়েছিল ভোডাফোন-আইডিয়া এবং ভারতী এয়ারটেল। তাদের সেই দাবি অবশ্য খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। এর জেরে বিশেষ ভাবে সংকটে পড়ে ভোডাফোন-আইডিয়া। ভোডাফোন-আইডিয়ার বকেয়ার পরিমাণ ৭০,৩২০ কোটি। সুপ্রিম কোর্ট অবশ্য আগেই এই বিপুল জরিমানা ১০ কিস্তিতে মেটানোর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেই কিস্তির টাকাটা মেটানোও বিড়লার সংস্থার পক্ষে কঠিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই আবহে বিনিয়োগকারীরা আরও সংশয়ে রয়েছে ভোডাফোন আইডিয়াকে নিয়ে।