বাংলা নিউজ > ঘরে বাইরে > Ajit Doval Meeting in Moscow: পুতিনের উপস্থিতিতে হাই ভোল্টেজ বৈঠকে লস্কর, জইশকে মোকাবিলার বার্তা ডোভালের

Ajit Doval Meeting in Moscow: পুতিনের উপস্থিতিতে হাই ভোল্টেজ বৈঠকে লস্কর, জইশকে মোকাবিলার বার্তা ডোভালের

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। (PTI)

মস্কোতে মধ্য এশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সাড়লেন অজিত ডোভাল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমা দেশগুলি ক্রমেই 'শত্রুতা' বাড়াচ্ছে রাশিয়ার সঙ্গে। এমন এক পরিস্থিতিতে এবার মস্কোতে পৌঁছলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, দায়েশ, লস্কর, জইশের মতো জঙ্গি সংগঠনকে মোকাবিলা করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে মধ্য এশিয়ার দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন ডোভাল। সেই বৈঠকে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আফগানিস্তান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে পুতিন ও ডোভালের। এদিকে বৈঠকে ইরান, চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারাও ছিলেন। এর আগে ২০২২ সালে তাজিকিস্তানে এই দেশগুলির নিরাপত্তা উপদেষ্টারা শেষবারের মতো বৈঠকে বসেছিলেন।

এই নিয়ে পঞ্চম দফায় অনুষ্ঠিত হল বহুজাতিক নিরাপত্তা উপদেষ্টাদের এই বৈঠক। এদিকে এই অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি আফগানিস্তানে মানবিকতার ইস্যুটি নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। এই বৈঠকেই ডোভাল উল্লেখ করেছেন যে সন্ত্রাসবাদ এই অঞ্চলে একটি বড় হুমকি হয়ে উঠেছে। দায়েশ বা ইসলামিক স্টেট, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সাথে মোকাবিলা করার জন্য দেশগুলি এবং তাদের সংস্থাগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সব দেশের গোয়েন্দাদের একসঙ্গে কাজ করতে হবে ও নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিত বজায় রাখতে হবে।

এদিকে ২০২১ সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ২৫৯৩ নং রেজোলিউশনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন অজিত ডোভাল। এই রেজোলিউশন অনুযায়ী, রাষ্ট্রসংঘের দ্বারা নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে দেশগুলিকে। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে বর্তমানে দায়েশ বা ইসলামিক স্টেট, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের বহু জঙ্গি রয়েছে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে বারংবার জঙ্গিদের সাহায্য এবং আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। এই বৈঠকে পাকিস্তান না থাকলেও চিন ছিল। পাকিস্তানকে পিছন থেকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে। রাষ্ট্রসংঘেও বারবার পাক জঙ্গিদের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ভেটো দিয়েছে চিন। এই আবহে চিনের এনএসএ-র উপস্থিতিতে অজিত ডোভালের এই উক্তি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকের সঙ্গে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, অজিত ডোভাল স্পষ্ট করে দিয়েছেন যে আফগানিস্তানে এই জঙ্গিদের আশ্রয় দেওয়া যাবে না। এদিকে আফগান নাগরিকদের জন্য ভারত যে সাহায্য পাঠিয়েছে, তারও উল্লেখ করেন অজিত ডোভাল। আফগানিস্তানে ভারতের উপস্থিতি বজায় থাকবে বলে জানিয়ে দেন অজিত ডোভাল।

বন্ধ করুন