বাংলা নিউজ > ঘরে বাইরে > Ajit to nephew Rohit: ‘এসো, আমার আশীর্বাদ নিয়ে যাও...’ ভাইপো রোহিতকে কেন একথা বললেন অজিত?

Ajit to nephew Rohit: ‘এসো, আমার আশীর্বাদ নিয়ে যাও...’ ভাইপো রোহিতকে কেন একথা বললেন অজিত?

অজিত পাওয়ার ও রোহিত পাওয়ার (ফাইল ছবি)

মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী ওয়াই বি চবনের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে এদিন কাকা-ভাইপোকে কার্যত মুখোমুখি হতে হয়।

ভোটের হিসাব বলছে, এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কোনও মতে নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী) প্রার্থী রোহিত রাজেন্দ্র পাওয়ার। যিনি সম্পর্কে শরদ পাওয়ারের নাতি (ভাইপোর ছেলে) এবং অজিত পাওয়ারের ভাইপো হন।

সোমবার এই ভাইপোকেই সামনে থেকে কার্যত তুলোধনা করলেন কাকা অজিত। যিনি নিজেও এনসিপি নেতা। তবে, তাঁর গোষ্ঠী শরদ পাওয়ার গোষ্ঠীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আগেই। এই মুহূর্তে রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে এই দুই গোষ্ঠী পরস্পরের বিরোধী মেরুতে অবস্থান করছে।

টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী ওয়াই বি চবনের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে এদিন কাকা-ভাইপোকে কার্যত মুখোমুখি হতে হয়।

তার জেরেই ভাইপোর উদ্দেশে কাকা বলেন, 'এসো, আমার আশীর্বাদ নিয়ে যাও। তুমি কোনও মতে বেঁচে গিয়েছ (ভোটের লড়াইয়ে)।'

প্রসঙ্গত, কারজাট জামখেড় বিধানসভা কেন্দ্র থেকে এমভিএ প্রার্থী হয়েছিলেন রোহিত। সেই আসনে একেবারে সামান্য ব্যবধানে জয়লাভ করেন তিনি।

সোমবার কাকা অজিতের মুখোমুখি হওয়ার পর এবং তাঁর মুখে আশীর্বাদ নেওয়ার কথা শোনার পর রোহিত তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। তার আগেই কাকা অজিত তাঁর উদ্দেশে বলেন, 'আমি যদি ওখানে (কারজাট জামখেড়ে) একটাও সভা করতাম, তাহলে ভেবে দেখ, কী হতে পারত!'

খুব স্বাভাবিকভাবেই পরে অজিত পাওয়ারের এই মন্তব্য নিয়ে তাঁর ভাইপো রোহিতকে প্রশ্ন করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, সত্যিই যদি অজিত পাওয়ার তাঁর কেন্দ্রে সভা করতেন, তাহলে কি তার কোনও প্রভাব পড়ত?

বয়সে নবীন রোহিত এর কৌশলী উত্তর দেন। বলেন, 'কিন্তু তিনি (অজিত পাওয়ার) তো বারামতী (যে কেন্দ্রে অজিত পাওয়ার নিজে মহাযুতির প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান এবং জেতেন) কেন্দ্র নিয়েই ব্যস্ত ছিলেন। তাই আমার কেন্দ্রে আসার সময় পাননি।'

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত মহারাষ্ট্র নির্বাচনে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ৪১টি আসনে জয়লাভ করেছে। উলটো দিকে, অজিতের কাকা, প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র ভোটের ফল হয়েছে শোচনীয়। তারা মাত্র ১০ আসনে কোনও মতে জয়ী হতে পেরেছে।

লক্ষ্যণীয় হল, বারামতী আসনে অজিত পাওয়ারকে লড়তে হয়েছে তাঁর আর এক ভাইপো তথা শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি প্রার্থী যুগেন্দ্র পাওয়ারের বিরুদ্ধে। ভোটের ফল বলছে, সেই ভাইপোকে নির্বাচনী ময়দানে ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কাকা অজিত।

পরবর্তী খবর

Latest News

ওদের বিরক্ত করবেন না, বিপদ হতে পারে! দামোদর পেরিয়ে ঘুরছে জোড়া হাতি জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে মমতা‌কে আমন্ত্রণ সিপিএমের, কী জানাল নবান্ন? সাত ফুট লম্বা! ফাটাফাটি ফিগার! মহাকুম্ভে এই বাবা এলেন কোথা থেকে? ৪৪ বলে অপরাজিত ৮৮ রান! ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন করুণ নায়ার, চাপে নির্বাচকরা ছুরি দিয়ে ৬ বার কোপানো হল সইফক! ওয়াইনের গ্লাস হাতে তখন কোথায় করিনা? কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী খুন, আততায়ীদের ধরতে ড্রোনের সাহায্য নিল পুলিশ ইউকের বিরাট আইটি কোম্পানি অফিস খুলল কলকাতায়, চাকরির বাজারে সুখবর! বাবা হওয়ার জল্পনার মাঝে ৪০-এ পা দিলেন সিদ্ধার্থ, বরের চেয়ে কিয়ারা বয়সে কত ছোট? ১৯ বছরেই ১১টি জ্যোতির্লিঙ্গ ঘুরে ফেলেছেন শিবভক্ত রাশা! বললেন, ‘খালি নাগেশ্বর…’ ‘গুজরাটের জেলে বসে এক গ্যাংস্টার ভয়ডরহীনভাবে সক্রিয়’, কেজরির ইঙ্গিত কার দিকে?

IPL 2025 News in Bangla

ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.