বাংলা নিউজ > ঘরে বাইরে > Ajit Pawar meets Sharad Pawar: স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে কাকা শরদের দ্বারে ভাইপো অজিত! কী হল হঠাৎ?

Ajit Pawar meets Sharad Pawar: স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে কাকা শরদের দ্বারে ভাইপো অজিত! কী হল হঠাৎ?

কাকা শরদ পাওয়ারের সঙ্গে ভাইপো অজিত পাওয়ার (ফাইল ছবি)

নয়া দিল্লিতে শরদ পাওয়ারের যে সরকারি বাসভবন রয়েছে, এদিন সেখানেই হাজির হন অজিত পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন প্রবীণ এনসিপি নেতা প্রফুল প্যাটেল, ছগন ভুজবল এবং সুনীল টাটকারে। পাশাপাশি, ছিলেন অজিতের স্ত্রী সুনেত্রা এবং বড় ছেলে পার্থ।

বিধানসভা নির্বাচনের প্রচারকালীন তিক্ততা কি তবে অতীত হল? নাকি পুরোটাই আসলে সৌজন্য এবং পারিবারিক দায়বদ্ধতা? বৃহস্পতিবার এই জল্পনা শুরু হয় শরদ পাওয়ারের 'বাড়ি'তে তাঁর ভাইপো অজিত পাওয়ারের আগমনে!

বৃহস্পতিবার জন্মদিন ছিল প্রবীণ রাজনীতিক তথা এনসিপি (এসপি শিবির) প্রধান শরদ পাওয়ারের। এদিন ৮৪ বছর পূর্ণ করলেন তিনি। সূত্রের দাবি, সেই উপলক্ষেই নাকি কাকাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এসেছিলেন ভাইপো অজিত।

শরদের হাত ধরেই রাজনীতির অ-আ-ক-খ শিখেছিলেন অজিত। কিন্তু, বর্তমানে সেসব অতীত। যে কাকা তাঁকে রাজনীতিতে জায়গা পাকা করে দিয়েছিলেন, ইতিমধ্যেই সেই কাকার দল ভাঙিয়ে আলাদা দল গড়েছেন অজিত। যোগ দিয়েছেন কাকার বিরোধী শিবিরে।

কিছু দিন আগেই শেষ হওয়া মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে শরদ গোষ্ঠী এবং অজিত গোষ্ঠীকে (অজিত পাওয়ার নিজেও) দেখা গিয়েছে, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করতে!

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার দেশের রাজধানী নয়া দিল্লিতে পরস্পরের মুখোমুখি হলেন মারাঠা রাজনীতির অন্যতম প্রধান দুই মুখ শরদ পাওয়ার ও অজিত পাওয়ার।

নয়া দিল্লিতে শরদ পাওয়ারের যে সরকারি বাসভবন রয়েছে, এদিন সেখানেই হাজির হন অজিত পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন প্রবীণ এনসিপি নেতা প্রফুল প্যাটেল, ছগন ভুজবল এবং সুনীল টাটকারে। পাশাপাশি, ছিলেন অজিতের স্ত্রী সুনেত্রা এবং বড় ছেলে পার্থ।

প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই মাসে এনসিপি ভেঙে দুই ভাগ হয়ে যায়। তারপর থেকে এই প্রথম ব্যক্তিগতভাবে শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন অজিত! সঙ্গে আনলেন পরিবারের এবং দলের অন্য সদস্যদেরও।

এদিনের এই সাক্ষাতের পর অজিত পাওয়ার বলেন, 'কিছু সম্পর্ক এমন থাকে, যা রাজনীতির ঊর্ধ্বে। রাজনীতি মানেই তো সমালোচনা নয়। যশবন্ত রাও চবন (মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী) আমাদের শিখিয়ে ছিলেন, কীভাবে সৌজন্যের রাজনীতি করতে হয়। এবং আমরা তাঁকেই অনুসরণ করার চেষ্টা করে চলেছি।...'

'...এছাড়াও, আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে পরভণী হিংসা যেমন ছিল, তেমনই ছিল সংসদের অচলাবস্থা, রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং অন্যান্য নানা ঘটনা ও ইস্যু।'

প্রসঙ্গত, এবারও মহারাষ্ট্রের বারামতী আসন থেকে ভোটে লড়ে জিতেছেন অজিত পাওয়ার। হারিয়েছেন তাঁরই ভাইপো এবং শরদের আর এক ভাইপোর ছেলে যুগেন্দ্র পাওয়ারকে। যুগেন্দ্র এদিনের এই সাক্ষাৎ পর্ব সম্পর্কে জানিয়েছেন, পুরোটাই আসলে পারিবারিক বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এদিন শরদ পাওয়ারের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করার আগে নিজের এক্স হ্যান্ডেলেও কাকাকে জন্মদিনের শুভকামনা জানান অজিত। কিন্তু, তিনি যে সটান কাকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেটা আগে থেকে ঘোষণা করেননি।

পরবর্তী খবর

Latest News

ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে নাম তাঁর, চেনেন সীতাংশু কোটাককে? সইফ মামলায় নতুন মোড়, মুখ ঢেকে হামলাকারীকে ঢুকতে দেখা গেল বাড়িতে না জেনেই সইফ আলি খানকে হাসপাতালে পৌঁছান! অটোচালক বললেন, ‘ঘাড় পিঠ দিয়ে রক্ত…’ ব্যর্থ BJPর কঙ্গনা,মোদীর সাথে আড্ডা দিয়েছেন দিলজিৎ! ঘটনায় লজ্জিত পর্দার ইন্দিরা? বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৮ জওয়ান.. সেই বিজাপুরেই উদ্ধার ১২ মাওবাদীর দেহ! 'কারও ১টা নির্দেশ আছে….', সিবিআইকে নিয়ে বিস্ফোরক দাবি আরজি করের তরুণীর বাবা-মা'র কীসের রটনা থেকে শুরু রটন্তী কালী পুজো? দেবীর আবির্ভাবের নেপথ্যে ভয়াল কাহিনি Video: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ১ দালাল সহ গ্রেফতার ৪ বুধ যাবেন শনির মূল ত্রিকোণ রাশিতে, সৌভাগ্য বর্ষণ মেষ সহ আর কাদের ওপর? 'লোকে ফ্লপণীতাও বলেছিল', হেটার্সদের মুখে ঝামা ঘষে বেঙ্গল টপার পরিণীতা! খুশি উদয়

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.