বাংলা নিউজ > ঘরে বাইরে > Ak 47 Recovered From Hemant's Close Aide:অবৈধ কয়লা খনি মামলায় চাঞ্চল্যকর মোড়, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে মিলল Ak-47

Ak 47 Recovered From Hemant's Close Aide:অবৈধ কয়লা খনি মামলায় চাঞ্চল্যকর মোড়, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে মিলল Ak-47

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে মিলল দু'টো Ak-47

হেমন্ত সোরেনের সহযোগী পঙ্কজ মিশ্রকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সংস্থাটি ঝাড়খণ্ড, বিহার, তামিল নাড়ু এবং দিল্লি-এনসিআরের একাধিক স্থানে তল্লাশি চালায়।

বুধবার অবৈধ খনির মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকেই দুটি AK-47 উদ্ধার করেছেন তদন্তকারীরা। ইডির তরফে প্রকাশ করা একটি ছবিতে Ak-47 বন্দুকটিকে আলমারির দুটি ভিন্ন র‌্যাকে রাখা অবস্থায় দেখা যাচ্ছে। যে ছবি শেয়ার করা হয়েছে, তাতে দেখা যায়, আলমারিতে অন্য কিছু ছিল না।

আরও পড়ুন: আস্থা ভোটের দিনই অস্বস্তিতে RJD, গুরুগ্রামে তেজস্বীর নির্মাণাধীন শপিংমলে CBI

হেমন্ত সোরেনের সহযোগী পঙ্কজ মিশ্রকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সংস্থাটি ঝাড়খণ্ড, বিহার, তামিল নাড়ু এবং দিল্লি-এনসিআরের একাধিক স্থানে তল্লাশি চালায়। এই মামলায় মিশ্রকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নোটিশ পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। নিজের নামে পাথর খাদানের ইজারা দেওয়ার অভিযোগ উঠেছিল হেমন্ত সোরেনের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর অফিসে থাকাকালীন সেই পদের সুযোগে লাভবান হওয়া বেআইনি। এই প্রেক্ষিতে বিগত বেশ কয়েক মাস ধরেই চাপে রয়েছেন হেমন্ত।

এর আগে বিজেপির তরফে হেমন্তের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তিনি তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠ কয়েকজনের নামে জমি বরাদ্দ করেছেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রঘুবর দাস আরও অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী তাঁর রাজনৈতিক প্রতিনিধি পঙ্কজ মিশ্র এবং তাঁর প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদকে খনির ইজারা দিয়েছেন। রঘুবর দাস দাবি করেছেন যে সোহরাই লাইভ প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানিকে ১১ একর জমি বরাদ্দ করেছিলেন হেমন্ত সোরেন। এই সংস্থা তাঁর স্ত্রীর নামে। রাঁচির বেহরাতে এই জমি দেওয়া হয় সংস্থাকে। এই সংস্থাকে মাংস প্রক্রিয়াকরণের জন্য এই জমি বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তবে পরবর্তীকালে মিশ্রকে গ্রেফতার করে ইডি। এতে আরও চাপ বাড়ে হেমন্তের উপর। পরে মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে আজ প্রেমের বাড়িতে হানা দেয় ইডি।

বন্ধ করুন