আগেই তাঁকে ধর্মীয় অপরাধ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে, শিরোমণি অকালি দল (এসএডি)-এর সভাপতি পদও তাঁকে ছাড়তে হয়েছিল। আর, এবার সেই সুখবীর সিং বাদলের বিরুদ্ধেই শাস্তি ঘোষণা করা হল।
শিখ ধর্ম অনুসারে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসাবে স্বীকৃত 'অকাল তখত'-এর তরফে সোমবার সুখবীর সিং বাদলের বিরুদ্ধে তাঁর ধর্মীয় অপরাধের জন্য শাস্তি ঘোষণা করা হয়।
সেই আদেশে বলা হয়, ২০০৭ সাল থেকে ২০১৭ সালের মধ্যে শিরোমণি অকালি দল এবং তাদের দ্বারা পরিচালিত সরকার 'ভুল' করেছে। সেই কারণেই সুখবীরকে শাস্তি দেওয়া হচ্ছে।
ঠিক কী শাস্তি দেওয়া হয়েছে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে?
অকাল তখতের তরফে বলা হয়েছে, সুখবীর সিং বাদলকে কীর্তন শুনতে হবে। একইসঙ্গে, অমৃতসরের স্বর্ণ মন্দিরে 'সেবাদার' হিসাবেও কাজ করতে হবে। তাঁকে সেখানে বাসন মাজতে এবং তা ধুতে হবে। সেইসঙ্গে, জুতো পরিষ্কারও করতে হবে!
এই গোটা ঘটনার জেরে সুখবীর সিং বাদল তাঁর বাবার উত্তরসূরি হিসাবে যে 'ফখরে-এ-কোয়াম' উপাধি এত দিন ধরে ভোগ করতেন, তা তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হবে। পাশাপাশি, তাঁকে এবং বিদ্রোহী নেতা সুখদেব সিং ধিন্দসাকে দু'দিন ধরে স্বর্ণ মন্দিরের দরজার বাইরে 'সেবাদার'-এর পোশাক পরে বসে থাকতে হবে। ওই দুই দিনই তাঁরা এভাবে এক ঘণ্টা করে মন্দিরের বাইরে বসে থাকবেন।
প্রসঙ্গত, সুখবীর সিং বাদলের বাবা প্রয়াত প্রকাশ সিং বাদল ছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এছাড়াও, ২০০৭ সাল থেকে ২০১৭ সালের মধ্যে যে শিখ নেতারা শিরোমণি অকালি দল মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের এই ধর্মীয় অপরাধের শাস্তি ভোগ করতে হবে। সংশ্লিষ্ট পাঁচজন সিং সাহিবাঁ তাঁদের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেছেন।
তাঁদের এক ঘণ্টা করে স্বর্ণ মন্দিরের শৌচালয় পরিষ্কার করতে হবে এবং তারপর স্নান করে কমিউনিটি কিচেনের বাসন মাজতে ও তা ধুতে হবে।
প্রসঙ্গত, তিন মাস আগেই অকাল তখত-এর তরফ থেকে সুখবীর সিং বাদলকে ধর্মীয় অপরাধী ঘোষণা করা হয়েছিল। এত দিনে সেই অপরাধের শাস্তি ঘোষণা করে হল। পা ভেঙে যাওয়ায় এদিন এই ধর্মীয় শুনানিতে অংশ নেওয়ার জন্য হুইল চেয়ারে বসে অকাল তখত-এর সামনে হাজির হন সুখবীর সিং বাদল।
উল্লেখ্য, সুখবীর সিং বাদল নিজেই স্বীকার করেছিলেন, তিনি চারটি ভুল করেছেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় শুনানি চলে এবং তাতে তিনি দোষী সাব্যস্ত হন।