বাংলা নিউজ > ঘরে বাইরে > Akali Dal leaders clean Toilets: অধর্মের শাস্তি! স্বর্ণ মন্দিরে শৌচালয় সাফ করলেন অকালি নেতারা!

Akali Dal leaders clean Toilets: অধর্মের শাস্তি! স্বর্ণ মন্দিরে শৌচালয় সাফ করলেন অকালি নেতারা!

শিরোমণি অকালি দলের নেতা দলজিৎ সিং চিমা স্বর্ণ মন্দিরের শৌচালয় পরিষ্কার করছেন। (PTI)

সাজা শোনানো হয়েছে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকেও। হিসাব মতো, তাঁরও এদিন বাসন মাজা এবং জুতো পরিষ্কার করার কথা ছিল। কিন্তু, পা ভেঙে যাওয়ায় সেই কাজ করতে পারেননি তিনি।

ধর্মীয় অপরাধে দোষী সাব্যস্ত এবং সাজাপ্রাপ্ত হওয়ার পর শিরোমণি অকালি দলের সংশ্লিষ্ট নেতাদের মঙ্গলবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল! অকাল তখতের তরফে তাঁদের যে শাস্তি দেওয়া হয়েছিল, সেই অনুসারে - এদিন তাঁরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে শৌচালয় পরিষ্কার করলেন।

উল্লেখ্য, ধর্মীয় অপরাধ করার জন্য আগেই শিরোমণি অকালি দলের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল-সহ পূর্বতন অকালি মন্ত্রিসভার একাধিক সদস্যকে দোষী সাব্যস্ত করেছিল শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন অকাল তখত। যার জেরে পরবর্তীতে তাঁদের সকলকে একাধিক শাস্তি দেওয়া হয়। সেই শাস্তি তালিকায় ছিল - শৌচালয় পরিষ্কার, বাসন মাজা ও ধোওয়া, জুতো পরিষ্কার করা ইত্যাদি।

মঙ্গলবার সংবাদমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়ে পড়ে, তাতে দেখা যায় - দলজিৎ সিং চিমা, বিক্রম সিং মাজিথিয়া, মাহেশিন্দর সিং গারেওয়ালের মতো অকালি নেতারা অমৃতসরের স্বর্ণ মন্দিরের শৌচালয় পরিষ্কার করছেন। যা শিখ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উপাসনাস্থল হিসাবে পরিচিত।

সাজা শোনানো হয়েছে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকেও। হিসাব মতো, তাঁরও এদিন বাসন মাজা এবং জুতো পরিষ্কার করার কথা ছিল। কিন্তু, পা ভেঙে যাওয়ায় সেই কাজ করতে পারেননি তিনি।

এর আগের দিন পায়ে প্লাস্টার বেঁধে, হুইল চেয়ারে বসে অকাল তখতের শুনানিতে হাজির হয়েছিলেন তিনি। সেই অবস্থাতেই তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল। সুখবীর সিং বাদলকে সেবাদারের ভূমিকায় দায়িত্ব পালন করতে বলা হয়েছিল।

সেই অনুসারে, এদিন তাঁকে দেখা যায়, স্বর্ণ মন্দিরের মূল ফটকের বাইরে হুইল চেয়ারেই বসে রয়েছেন। তাঁর পরনে রয়েছে সেবাদারদের জন্য নির্দিষ্ট নীল রঙের পোশাক। একই শাস্তি ভোগ করেন অকালি দলের আরও এক প্রবীণ নেতা সুখবীর সিং ধিন্দসা। বয়সের কারণে তাঁকেও হুইল চেয়ারে বসে সেবাদারের ভূমিকা পালন করতে দেখা যায়।

দুই প্রবীণ রাজনীতিকের গলায় ঝোলানো ছিল ছোট ছোট বোর্ড। তাতে, তাঁরা যে অপরাধ করেছিলেন, সেই সংক্রান্ত তথ্য লেখা ছিল! এদিন এই দুই নেতাই এক ঘণ্টা করে সেবাদারের ভূমিকা পালন করে নিজেদের শাস্তি ভোগ করেন।

এদিকে, এই গোটা ঘটনার জেরে সুখবীর সিং বাদল তাঁর বাবার উত্তরসূরি হিসাবে যে 'ফখরে-এ-কোয়াম' উপাধি এত দিন ধরে ভোগ করতেন, তা তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ২০১৭ সালের মধ্যে যে শিখ নেতারা শিরোমণি অকালি দল মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের এই ধর্মীয় অপরাধের শাস্তি ভোগ করতে হবে। সংশ্লিষ্ট পাঁচজন সিং সাহিবাঁ তাঁদের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেছেন।

পরবর্তী খবর

Latest News

বাংলাদেশে নিজের বাড়িতে বসে ছবি দেখে সইফের হামলাকারী শরিফউলকে সনাক্ত করলেন বাবা যোগেন্দ্রর ব্যাটে ইংল্যান্ডকে উড়িয়ে প্রতিবন্ধীদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনের ক্ষেত্র সাধুমেলা ও জয়দেবের মেলা! ঐতিহ্য আজও অটুট আশা–আইসিডিএস কর্মীদের মিলবে স্মার্টফোন উপহার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভোরবেলায় সহবাস করলে কী হয়? জেনে নিন সইফের হামলাকারীর বিরুদ্ধে সেদেশে রয়েছ একাধিক খুনের মামলা, মানল বাংলাদেশের পুলিশ ব্যারাকপুরে দাউ দাউ করে জ্বলে গেল বিরিয়ানির দোকান, পাশেই সিনেমা হল ৬ বার ছুরির কোপ! হাসিমুখে বাড়ি ফিরলেন,সইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন এই অভিনেতা এত তাড়াহুড়ো কীসের? আসফাকউল্লার বিরুদ্ধে তদন্তে পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের ‘আমার মেয়ে…’! প্রেমে ‘না’, কার মা-বাবা হিসেবে নিজেদের ঘোষণা করলেন তথাগত-বিবৃতি

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.