Akasa Air Service: জুলাই থেকেই উড়বে রাকেশ ঝুনঝুনওয়ালার সংস্থার বিমান, কবে থেকে মিলবে Akasa-র টিকিট
Updated: 25 Jun 2022, 04:42 PM ISTAkasa Air: রাকেশ ঝুনঝুনওয়ালার বিমান সংস্থা আকাসা এয়ার জুলাইয়ের শেষ নাগাদ প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিষেবা শুরু করতে পারে বলে জানা গিয়েছে। এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আকাশা এয়ারের সিইও বিনয় দুবে।
পরবর্তী ফটো গ্যালারি