বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌মমতাকে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী দেখতে চাই’‌, অসম থেকে দাবি তুললেন অখিল

‘‌মমতাকে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী দেখতে চাই’‌, অসম থেকে দাবি তুললেন অখিল

সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈ : ছবি (‌সৌজন্য ফেসবুক)‌

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসও।

একুশের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বাংলার কুর্সিতে বসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে, দেশ নিজের মেয়েকে চায়, বাঙালি প্রধানমন্ত্রী চাই–সহ নানা কথা। জাতীয় রাজনীতির অলিন্দেও বিরোধী মুখ হয়ে উঠেছেন ফায়ার ব্র‌্যান্ড লেডি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে নেটদুনিয়ায় সওয়াল করেছেন নেটিজেনরা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসও। এবার মমতাকে ভারতের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেন অসমের রাজৌর দলের নেতা অখিল গগৈ।

অসম থেকে এই দাবি ওঠায় শোরগোল পড়ে গিয়েছে। কারণ শিলচরের নেয়ে একদা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তাতে অসম কংগ্রেসে ধস নেমেছে। এবার এক সংবাদপত্রকে অখিল গগৈ বলেন, ‘‌অসমে আগামীদিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট কেমন হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে রাজনৈতিক বোঝাপড়া হলে ভালো হবে। মোদী–শাহের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা উচিত।’‌

এদিকে গগৈ দাবি করেছেন, অসমে রাজৌর দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে একত্রিত করার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে নির্বাচনী জোটের ভাবনা চিন্তা করা হচ্ছে। সুস্মিতা দেব ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, যে দায়িত্বই দেওয়া হবে তিনি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। জানা গিয়েছে, অসমের দায়িত্বই তাঁকে দেওয়া হবে। তাম মধ্যেই অখিলের দাবি নতুন সমীকরণের জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, সম্প্রতি শিবসাগরের বিধায়ক দাবি করেছিলেন, অসমে তৃণমূল কংগ্রেসের সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অখিল গগৈ। আর সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে অন্যতম বিরোধী মুখ তৃণমূল কংগ্রেস। সুতরাং বিজেপি শাসিত অসমে সংগঠন বিস্তার হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বলে মনে করা হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.