বাংলা নিউজ > ঘরে বাইরে > 'কংগ্রেসের দেখানো পথে নির্বাচনী ময়দানে আয়কর দপ্তরকে নামিয়েছে BJP',খোঁচা অখিলেশের

'কংগ্রেসের দেখানো পথে নির্বাচনী ময়দানে আয়কর দপ্তরকে নামিয়েছে BJP',খোঁচা অখিলেশের

অখিলেশ যাদব (ফাইল ছবি পিটিআই) (PTI)

আজ সকাল থেকেই সমাজবাদী পার্টির বেশ কিছু নেতাদের বাড়িতে আয়কর দপ্তরের অভিযানের খবর আসে।

বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই বিরোধীদের অভিয়োগ ছিল রাজনৈতিক কারণে সিবিআই-ইডিকে ব্যবহার করানোর। পশ্চিমবঙ্গে নারদ-শারদা কাণ্ডে তৃণমূলের এই অভিযোগ বহুদিনের। এবার সেই একই দাবি তুলে সরব হল উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদব শনিবার সকালে এই বিষয়ে কেন্দ্রকে বিঁধলেন। প্রসঙ্গত, আজ সকাল থেকেই তাঁর দলের বেশ কিছু নেতা এবং সংশ্লিষ্ট সদস্যদের বাড়িতে আয়কর বিভাগের অভিযানের খবর আসে। সেই খবর প্রকাশ্যে আসতেই সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে অখিলেশ বলেন, ‘এখন আয়কর দপ্তরও নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে (বিজেপি সরকারের পক্ষ থেকে)।’

এদিন অখিলেশ বলেন, ‘আমরা ভাবছিলাম আইটি বিভাগ কোথায়। এসপি নেতাদের উপর এই অভিযান প্রত্যাশিত ছিল। এখন আইটি এসেছে, শীঘ্রই ইডি এবং অন্যান্য সংস্থা আসবে। আমি সব সময় বলেছি যে আসন্ন পরাজয় বুঝে নিয়ে বিজেপি এই ধরনের কাজ শুরু হবে। এবং তা তারা শুরু করেও দিয়েছে। আজম খানের দিকে তাকান (এসপি সাংসদ, জমি দখলের ইস্যুতে তিনি জেলে আছেন), কৃষকদের দিকে তাকান - এই বিজেপি সরকার কৃষকদের জন্য কী করে?’

অখিলেশ কেন্দ্রকে তোপ দেগে বলেন, ‘এবার নির্বাচনী ময়দানে নেমেছে আয়কর দপ্তর। এটা সিবিআই নয়, আইটির নির্বাচন না। এটা জনগণের নির্বাচন। কিল্লাত, ডিক্কত, জিল্লাত (অপ্রতুলতা, প্রতিকূলতা এবং অপমান) চলছে। এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জনগণ তাদের মনস্থির করেছে। কংগ্রেসের দেখানো পথেই চলছে বিজেপি। কংগ্রেস এই সংস্কৃতি (কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক কারণে ব্যবহার) শুরু করেছে।’ অখিলেশের আরও দাবি, ‘সমাজবাদের রাজই আসল রাম রাজ্য।’

বন্ধ করুন
Live Score