যোগীগড়ের রাজনীতিতে নয়া ঝড়। শুক্রবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে সমাজবাদী পার্টি। যা নিয়ে তুঙ্গে উঠে বিতর্ক। এই ঘটনাকে সরাসরি গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি। আর এর জন্য তারা দায়ী করে শাসক দল বিজেপিকে। অবশেষে শনিবার সকালে এসপি সভাপতির অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে অখিলেশ যাদবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। এরপরেই রাজ্য রাজনীতিতে হৈচৈ শুরু হয়। দলীয় নেতারা রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছেন। ফেসবুকে অখিলেশ যাদবেরের ৮০ লক্ষেরও বেশি অনুসরণকারী রয়েছে। অন্যদিকে সরকারি শীর্ষ সূত্র জানিয়েছে, অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও ভূমিকা ছিল না। মেটার নির্দেশিকা অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, নিয়মিতভাবে অখিলেশ যাদবের রাজনৈতিক বক্তব্য, সরকারি নীতির সমালোচনা এবং প্রচারণা-সম্পর্কিত বিষয়বস্তু সম্বলিত এই পেজটি পূর্ব সতর্কতা ছাড়াই বন্ধ হয়ে যায়। সরকারি সূত্রের দাবি, অখিলেশের অ্যাকাউন্টে একটি পোস্ট ছিল যা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে। যার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনার পরেই, সমাজবাদী পার্টির আইটি টিম তাৎক্ষণিকভাবে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে মেটার সঙ্গে যোগাযোগ করে এবং সমস্যাটি রিপোর্ট করার জন্য ফেসবুক ইন্ডিয়া টিমের সাথে যোগাযোগ করে।
আরও পড়ুন-ফের ট্রাম্পের রোষানলে 'বন্ধু' ভারত! ৯ কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা, কেন?
শনিবার সকালের মধ্যে অখিলেশ যাদবের অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়। তারপরে পূর্ববর্তী সমস্ত পোস্ট, ছবি এবং ভিডিও আবার জনসাধারণের কাছে দৃশ্যমান হয়। হিন্দুস্থান টাইমস-কে মেটার একজন মুখপাত্র বলেন, 'বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করেছি।' এদিকে, মেটা সাময়িক স্থগিতাদেশের ব্যাখ্যা দিলেও, সমাজবাদী পার্টির নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। সমাজবাদী পার্টির নেতা ফকরুল হাসান চাঁদ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দেশের তৃতীয় বৃহত্তম দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদবজির ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা গণতন্ত্রের উপর আক্রমণ। বিজেপি সরকার দেশে একটি অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে, যেখানে তারা বিরোধী দলের প্রতিটি কণ্ঠস্বরকে দমন করতে চায়।’ এরপরেও সমাজবাদী পার্টি বিজেপি-র জনবিরোধী নীতির বিরোধিতা চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-সুরক্ষা নিয়ে প্রশ্ন! বোয়িং ৭৮৭-র উড়ান বন্ধের পরামর্শ পাইলটদের, কী বলল Air India?
ঘোসির সাংসদ রাজীব রাই এক্স-এ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'দেশের সংসদের তৃতীয় বৃহত্তম দলের নেতা, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবজির অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃক ব্লক করা কেবল নিন্দনীয়ই নয়, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপরও আঘাত। যদি এটি শাসক দলের নির্দেশে করা হয়ে থাকে, তবে এটি কাপুরুষতার লক্ষণ। সমাজবাদীদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা একটি ভুল।' সমাজবাদী পার্টির বিধায়ক পূজা শুক্লা আবার বলেন, 'ফেসবুক কোনও সতর্কতা ছাড়াই অ্যাকাউন্টটি স্থগিত করেছে। এটি লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর দমন করার ষড়যন্ত্র। ফেসবুককে অবশ্যই তার সীমানা মনে রাখতে হবে- এটি গণতন্ত্রের কণ্ঠরোধ করতে পারে না।'