বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘আমার স্ত্রীর পিছনে লেগে আছেন অখিল গগৈ’, তোপ ‘সাঙ্ঘাতিক’ হিমন্ত বিশ্ব শর্মার

‘আমার স্ত্রীর পিছনে লেগে আছেন অখিল গগৈ’, তোপ ‘সাঙ্ঘাতিক’ হিমন্ত বিশ্ব শর্মার

স্ত্রীর সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা (ছবি সৌজন্যে টুইটার)

হিমন্তের দাবি, ২০০৮ সাল থেকেই নাকি তাঁর স্ত্রীর দিকে নজর দিয়ে রেখেছেন অখিল গগৈ।

 

 

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মা ও তাঁর ছেলে নন্দিলের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের এর জবাব দিতে গিয়েই অসমের রাইজর দলের বিধায়ক অখিল গগৈকে বেনজির ভাবে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। হিমন্তর স্ত্রী-পুত্রের মালিকানাধীন এক নির্মাণ সংস্থার বিরুদ্ধে অবৈধ ভাবে ২৯ বিঘা সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমে সেই অভিযোগ উঠতেই তা নিয়ে প্রশ্ন করেন অসমের বিরোধঈ বিধায়ক অখিল গগৈ। আর এর জবাব দিতে গিয়ে হিমন্তের দাবি, ২০০৮ সাল থেকেই নাকি তাঁর স্ত্রীর দিকে নজর দিয়ে রেখেছেন অখিল গগৈ।

অখিলের অভিযোগের প্রেক্ষিতে হিমন্ত বলেন, ‘অখিল সেই ২০০৮ সাল থেকেই আমার স্ত্রীর পিছনে লেগে রয়েছেন। রিণিকি জমি বা গাড়ি কিনলে, খাবার খেলে বা কিছু করলেই তাঁর আপত্তি। সাংবাদিক সম্মেলন ডাকলে আমার বিরুদ্ধে কথা না বলে আমার স্ত্রীকে নিয়ে আলোচনা করেন। আমার বিরুদ্ধে বলার সাহস নেই, রিণিকিকে নিয়েই তাই আলোচনা করেন অখিল। আমার স্ত্রীর প্রতি তাঁর এত নজর কেন, তা আমি জানি না। অসমে কি অন্য আর কেউ নেই নাকি? নাকি আমার স্ত্রীকে কুৎসিত দেখতে?’

 

হিমন্ত আরও বলেন, ‘হিমন্ত বিশ্ব শর্মা সাঙ্ঘাতিক জিনিস। আমি ওই সব বামপন্থী সংবাদমাধ্যমের খবরে দমব না। সাহস থাকলে আমার স্ত্রী-পুত্রের নামে কুত্সা না রটিয়ে আমার সঙ্গে লড়াইতে নামুক দেখি।’ এদিকে এর জবাবে অখিল গগৈও পাল্টা তোপ দেগেছেন হিমন্তকে। তাঁর বক্তব্য, ‘নিজের স্ত্রীকে রাজনীতিতে ঘুঁটি হিসেবে ব্যবহার করছেন হিমন্ত। তিনি এতটাই নীচে নেমে গিয়েছেন। এটা দুর্ভাগ্যজনক। নিজের বক্তব্যের মাধ্যেমে তিনি নিজের স্ত্রীর সম্মানহানি তো করলেনই, পাশাপাশি সমগ্র নারীজাতিকে অপমান করলেন তিনি।’

বন্ধ করুন