বাংলা নিউজ > ঘরে বাইরে > Al Qaeda's Leader Killed By US: জঙ্গি দমনে বড় সাফল্য আমেরিকার, কাবুলে মার্কিন ড্রোন হামলায় খতম আল কায়দা প্রধান

Al Qaeda's Leader Killed By US: জঙ্গি দমনে বড় সাফল্য আমেরিকার, কাবুলে মার্কিন ড্রোন হামলায় খতম আল কায়দা প্রধান

নিহত আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি (via REUTERS)

কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিকেশ হয় এই জঙ্গি নেতা। আল কায়দা প্রধানের মৃত্যুর খবর দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে। ২০১১ সালে লাদেনের মৃত্যুর পর এই ঘটনা আল কায়দার কাছে সবচেয়ে বড় ধাক্কা।

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। প্রসঙ্গত, এই আয়মান আল-জাওয়াহিরি ৯/১১ হামলার অন্যতম চক্রী ছিল। জানা গিয়েছে, কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিকেশ হয় এই জঙ্গি নেতা। আল কায়দা প্রধানের মৃত্যুর খবর দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে। বাইডেন একটি টুইটের মাধ্যমে আয়মাল আল-জাওয়াহিরির মৃত্যুর খবর প্রকাশ করেন গোটা বিশ্বের সামনে। ২০১১ সালে লাদেনের মৃত্যুর পর এই ঘটনা আল কায়দার কাছে সবচেয়ে বড় ধাক্কা।

টুইট করে বাইডেন লিখেছেন, ‘শনিবার কাবুলে ড্রোন অভিযান চালায় আমেরিকা। সেই অভিযানে নিহত হয়েছে আল কায়দা প্রধান।’ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘কত দেরি হল, সেটা বড় কথা নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে কোনও তফাৎ পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করে খতম করবই।’ টুইট বার্তায় বাইডেন দাবি করেন, ‘ন্যায়বিচার হয়েছে।’

জানা গিয়েছে আল কায়দা প্রধানের জন্ম মিশরে। ১৯৫১ সালের ১৯ জুন জন্ম নেয় আয়মান। পূর্বসূরি লাদেনের মতোই আয়মানও উচ্চ শিক্ষিত ছিল। সার্জন হিসেবে মিশরের সেনাবাহিনীতে তিন বছর ছিল সে। মিশরের রাষ্ট্রপতি আনওয়ার সাদাতের হত্যাকাণ্ডে ১৯৮১ সালে গ্রেফতার করা হয়েছিল আয়মানকে। এরপর ১৯৯৮ সালে মিশরের ইসলামিক জিহাদ নামক একটি সংগঠন চালু করে আয়মান। আফ্রিকার বিভিন্ন মার্কিন দূতাবাসে হামলা চালায় তার সংগঠন। এরপর ৯/১১ হামলাতেও যোগ ছিল তার। এহেন জঙ্গি নেতার মাথার দাম ২৫ মিলিয়ন ডলার 

 

 

 

 

 

 

বন্ধ করুন