বাংলা নিউজ > ঘরে বাইরে > Alcohol in Indigo Flight: পটনাগামী ইন্ডিগোর বিমানে বসে মদ্যপানের চেষ্টা দুই যাত্রীর, এয়ারহোস্টেস বারণ করতেই যা হল...

Alcohol in Indigo Flight: পটনাগামী ইন্ডিগোর বিমানে বসে মদ্যপানের চেষ্টা দুই যাত্রীর, এয়ারহোস্টেস বারণ করতেই যা হল...

ইন্ডিগো এয়ারলাইন্স (ফাইল ছবি)

ইন্ডিগো বিমান সংস্থার ম্যাজারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পটনাগামী বিমানে দুই যুবক মত্ত অবস্থায় উঠেছিলেন। সেই যাত্রীদের কাছে মদের বোতল ছিল। ক্রু সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ওই বিমানের সকল যাত্রীদের প্রতি ইন্ডিগোর তরফে ক্ষমা চাওয়া হয়েছে।

ড্রাইস্টেট বিহারের রাজধানী পটনাগামী এক ইন্ডিগোর বিমানে মদ খাওয়ার চেষ্টা করলেন দুই বিমানযাত্রী। বিষয়টি টের পেয়ে বিমানসেবিকা যাত্রীদের মদ খাওয়া থেকে বিরত থাকতে বলেন। এই আবহে অভিযুক্ত যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট অনুযায়ী, দুই যাত্রী এয়ারহোস্টেসকে যৌন হেনস্থা করে। যদিও সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিমানে কোনও হাঙ্গামা হয়নি। অভিযুক্ত যাত্রীরা লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন বিমানকর্মীদের কাছে। উল্লেখ্য, ঘরোয়া উড়ানে মদ সেবন 

জানা গিয়েছে, রবিবার রাতে দিল্লি থেকে পটনাগামী এক বিমানে মদের বোতল নিয়ে উঠেছিলেন দুই যাত্রী। অভিযোগ, বিমান মাঝ আকাশে থাকাকালীন নিজেদের বোতল থেকে মদ খাওয়ার চেষ্টা করে সেই যাত্রীরা। পরে পটনায় বিমানটি অবতরণ করলে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয় দু'জনকে। মত্ত অবস্থায় থাকা এই দুই যাত্রীকে পরে পটনা পুলিশ গ্রেফতার করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানানো হয়। পটনা বিমানবন্দরের সংশ্লিষ্ট আধিকারিক গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

ইন্ডিগো বিমান সংস্থার ম্যাজারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পটনাগামী বিমানে দুই যুবক মত্ত অবস্থায় উঠেছিলেন। সেই যাত্রীদের কাছে মদের বোতল ছিল। ক্রু সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ওই বিমানের সকল যাত্রীদের প্রতি ইন্ডিগোর তরফে ক্ষমা চাওয়া হয়। তবে বিমানে কোনও অপ্রীতিকর ঘটনার উল্লেখ করা হয়নি ম্যানেজারের অভিযোগ পত্রে।

উল্লেখ্য, গতবছর ডিসেম্বরই ইন্ডিগোর বিমানে এক যাত্রী এবং ক্রু সদস্যের বচসার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। অভিযোগ, মাঝ আকাশে বিমানসেবিকাদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন এক যাত্রী। একজন এয়ারহোস্টেসকে তিনি অপমান করায় এর প্রতিবাদ করেন ক্রু-দের প্রধান। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ওই যাত্রীর সঙ্গে বিমানসেবিকার বচসা চলছে। বিমানসেবিকা বারবার একটি বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন। তবে সামান্য ইস্যুতে ওই যাত্রীর বকাঝকার মুখে পড়েন বিমানসেবিকারা। এই আবহে এক বিমানসেবিকা কাঁদতে শুরু করেন। এরপরই বিমানসেবিকাদের প্রধান ওই যাত্রীকে কড়া ভাষায় বলেন, 'আপনি চেঁচাচ্ছেন কেন? আপনি আঙুল দেখাচ্ছেন, চেঁচাচ্ছেন। সেই কারণেই আমি চেঁচাতে বাধ্য হচ্ছি। আপনি আমাদের কর্মীদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমি সম্মান দেখিয়ে আপনার সঙ্গে কথা বলছি, আপনাকেও আমাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমি কারও চাকর নই। আমি বিমান সংস্থার কর্মী।'

বন্ধ করুন