বাংলা নিউজ > ঘরে বাইরে > বিতর্কিত মন্তব্যের রেশের মধ্যে আলিবাবার প্রতিষ্ঠাতার ২ মাস নিখোঁজের জল্পনা

বিতর্কিত মন্তব্যের রেশের মধ্যে আলিবাবার প্রতিষ্ঠাতার ২ মাস নিখোঁজের জল্পনা

আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

গত মাসে আলিবাবা গ্রুপের হোল্ডিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চিনা কর্তৃপক্ষ।

কোথায় আছেন? তিনি কি নিখোঁজ? রিপোর্ট অনুযায়ী, দু'মাসের বেশি সময় জনসমক্ষে আসেননি আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। তার জেরে তুমুল জল্পনা শুরু হয়েছে। বিশেষত সম্প্রতি সাংহাইে চিনা ধনকুরের একটি বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সেই গুঞ্জন আরও বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি নিজের ট্যালেন্ট শো ‘আফ্রিকান বিজনেস শো’-এর শেষ এপিসোডে যাননি আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। ব্রিটেনের টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, শো'তে উপস্থিত থাকার পাশাপাশি বিচারকের আসনেও বসার কথা ছিল। তাঁর পরিবর্তে আলিবাবা গ্রুপের এক এগজিকিউটিভ সেই শো'তে বিচারকের আসনে বসেছিলেন। ওয়েবসাইট থেকে তাঁর ছবিও সরিয়ে নেওয়া হয়েছিল। আলিবাবা গ্রুপের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল, সূচির কারণে সেই অনুষ্ঠানে যেতে পারেননি। 

তবে জল্পনা বাড়িয়েছে মাস আড়াই আগে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতার একটি বিতর্কিত মন্তব্য। গত ২৪ অক্টোবর সাংহাইয়ে তিনি বলেছিলেন, 'বর্তমানের আর্থিক ব্যবস্থা হল শিল্পযুগের ঐতিহ্য।' সঙ্গে যোগ করেছিলেন, 'পরবর্তী প্রজন্ম এবং যুব সম্প্রদায়ের জন্য একটি নয়া (ব্যবস্থা) তৈরি করতে হবে আমাদের। আবশ্যিকভাবে বর্তমান ব্যবস্থার সংস্কার করতে হবে।'

তারপর থেকেই চিনা সরকারের রোষানলে পড়েছে মা'র সংস্থা অ্যান্ট গ্রুপ। মা'র মন্তব্যের পর অ্যান্টের আইপিও স্থগিত রাখা হয়। যা তার আগেই অনুমোদন পেয়ে গিয়েছিল। সাংহাই স্টক এক্সচেঞ্জের তরফে দাবি করা হয়েছিল, আর্থিক প্রযুক্তি নিয়্ন্ত্রকের আবহের মতো উল্লেখজনক পরিবর্তনের কথা জানিয়েছে অ্যান্ট। একইসঙ্গে গত মাসে আলিবাবা গ্রুপের হোল্ডিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চিনা কর্তৃপক্ষ।

ঘরে বাইরে খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.