দিল্লিপেল চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। রাজধানী দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হল রেখা গুপ্তাকে। এই প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী পদে আসীন হচ্ছেন রেখা। এদিকে, এই খবর উঠে আসতেই রেখাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর শুভানুধ্যায়ীরা। এরই মাঝে বিজেপির রেখা গুপ্তার সঙ্গে ৩০ বছর আগের স্মৃতি ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানান কংগ্রেসের অলকা লাম্বা।
দুই মহিলা নেত্রী, দুই ভিন্ন পার্টির। জাতীয় রাজনীতিতে দুজনেই যুযুধান দুই শিবিরে। একজন কংগ্রেসের, আরেকজন বিজেপির সদস্য। তবে কংগ্রেসের অলকা লাম্বা ও বিজেপির রেখা গুপ্তার একে অপরের সঙ্গে রাজনৈতিক আঙিনায় পরিচিতি আজকের নয়। বছর ৩০ আগে থেকেই তাঁরা পরিচিত। ১৯৯৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের অধ্যক্ষ পদে জয়ী হয়েছিলেন অলকা। আর মহাসচিব পদে জয়ী হন রেখা। সেই সময়ে তাঁদের দু'জনের ওই পদে শপথ নেওয়ার ছবি শেয়ার করে রেখাকে শুভেচ্ছা জানান অলোকা। দিল্লির রাজনৈতিক আঙিনায় তাঁরা দু'জনে দুই বিরোধী শিবিরের। তবে রাজনৈতিক সৌজন্যের দিক থেকে এই শুভেচ্ছা বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। ১৯৯৫ সালে তাঁদের ছবি পোস্ট করে অলকা লাম্বা লেখেন,' ১৯৯৫ সালের এই স্মরণীয় ছবি - যখন রেখা গুপ্তা এবং আমি একসঙ্গে শপথ নিয়েছিলাম - আমি NSUI থেকে দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের (DUSU) সভাপতি পদে জিতেছিলাম এবং রেখা ABVP থেকে সাধারণ সম্পাদক পদে জিতেছিলেন - রেখা গুপ্তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।'
একইসঙ্গে সেই পোস্টে অলকা লাম্বা লেখেন,' দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন এবং আমরা দিল্লিবাসী আশা করি মা যমুনা হবেন পরিষ্কার এবং কন্যারা নিরাপদ হবে।' অলোকা লাম্বাকে দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। তিনি কালকাজি আসন থেকে আপ প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু বিপুল ব্যবধানে নির্বাচনে পরাজয়ের মুখে পড়েন অলোকা লাম্বা।