কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীকে রবিবার জোরালো আক্রমণ করলেন। সংসদে রাহুল অহংকারী মনোভাব দেখিয়েছেন এই অভিযোগ তুলে তিনি আক্রমণ করেন রাহুলকে। অমিত শাহ বলেন, বিধানসভা ভোটগুলিতে বিজেপি যখন জিতবে তখন রাহুলের দর্প চূর্ণ হয়ে যাবে।
পুনেতে বিজেপির রাজ্য কনক্লেভ হয়েছিল। সেখানে অমিত শাহ বলেন, রাহুল গান্ধীর অহংকার ভেঙে যাবে যখন বিধানসভা ভোটে জিতবে বিজেপি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানাতে জিতবে বিজেপি।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমরা কঠিন পরিশ্রম করব। আমাদের জন্য নতুন লক্ষ্যমাত্রা ঠিক করব। মহারাষ্ট্রে আবার গেরুয়ার জয় হবে।
এদিকে শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে অমিত শাহ রাহুল গান্ধীকে নিশানা করেন। তিনি বলেন সংসদে খুব অহংকার দেখাচ্ছেন রাহুল গান্ধী। আমরা বহুবার দেখেছি গণতন্ত্রে জিতে যাওয়ার পরে এই ধরনের একটা অহংকার আসে। তারাই এখন ঝাড়খণ্ডে ক্ষমতায় এসেছে। কিন্তু এবারই প্রথম দেখলাম পরাজিত হওয়ার পরে কেউ এমন অহংকারী হয়ে যান।
অমিত শাহ বলেন, সকলেই জানেন কে ভোটে জিতেছেন। কারা সরকার তৈরি করেছে। পার্লামেন্টে রাহুল গান্ধী যে ব্যবহার করছেন দুই তৃতীয়াংশ আসন পাওয়ার পরেও।
কংগ্রেস নেতৃত্বের প্রতি বার্তায় তিনি জানিয়েছেন, আমি কংগ্রেস নেতৃত্বকে বলতে চাই আজ এই মঞ্চ থেকে এনডিএ এবারের ভোটে পুরোপুরি সংখ্য়াগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি একাই ২৪০ আসন পেয়েছে এটা ইন্ডি জোট সব মিলিয়ে যত পেয়েছে তার থেকেও বেশি। তাহলে ওদের এত অহংকার কেন? ২০১৪, ২০১৯ ও ২০২৪ সাল মিলিয়ে কংগ্রেস যে আসন পেয়েছে বিজেপি তার থেকে বেশি আসন পেয়েছে।
শরদ পাওয়ারকে নিশানা করেও তোপ দাগেন তিনি। তাঁরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জনক বলে উল্লেখ করেন। উদ্ধব ঠাকরেকে নিশানা করেও তোপ দাগেন তিনি।