গত দশ বছরে সমস্ত আদর্শগত কাজ সম্পন্ন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, নরেন্দ্র মোদী সরকারের অফিস প্রথম দশকে যা যা করণীয় প্রায় সমস্ত আদর্শগত কাজ সম্পন্ন করেছে। এরমধ্যে অনেক হিন্দুদের সভ্যতাগত পরিচয় গর্বিত করার ক্ষেত্রে যে সংকোচ ছিল তা দূর করেছে।
আরও পড়ুন: মন্দিরে ছোট্ট ছেলের সামনে বাবা অমিত শাহের 'বকুনি' শুনলেন জয়! ভাইরাল ভিডিয়ো
কী কী কাজ সম্পন্ন হয়েছে? সে প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা, অযোধ্যার রাম মন্দির নির্মাণ, তিন তালাক প্রথার বিলুপ্তি, অভিন্ন সিভিল কোড আনার পদক্ষেপকে সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার গুজরাট বিশ্ববিদ্যালয়ের মাঠে হিন্দু আধ্যাত্মিক ও সেবা মেলার উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অমিত শাহ জানান মোদী সরকারের তৃতীয় মেয়াদও একই পথে চলবে। তিনি জানান, মোদী সরকার গত ১০ বছরে অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করেছে। আগের সরকারগুলি ৭০ বছর ধরে সেগুলি স্পর্শ করেনি। তিনি বলেন, ‘গত ১০ বছরে পরিস্থিতি বদলেছে। স্বাধীনতার পর সাত দশকে যেটা কেউ করতে সাহস করেনি ১০ বছরে আমরা সেটা করেছি।’
এছাড়াও, তিনি প্রয়াগরাজে মহা কুম্ভকে ঐক্য ও সম্প্রীতির শক্তিশালী প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে কেউ সঙ্গমের জলে ডুব দিতে পারে এবং বৈষম্য ছাড়াই প্রাচীনকালের আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ অনুভব করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে হিন্দু মন্দির এবং সংগঠনগুলি উপজাতিদের শিক্ষিত করা বা লক্ষ লক্ষ নাগরিককে স্বাস্থ্যসেবা প্রদান সহ বিভিন্ন উপায়ে সমাজের সেবা করেছে। কিন্তু তাদের কাজ কখনই প্রচার করা হয়নি। শাহ অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত সেবা-ভিত্তিক হিন্দু সংগঠনকে এক ছাদের নিচে আনার জন্য আরএসএসকে ধন্যবাদ জানিয়েছেন।
জি ২০ সম্মেলন নিয়ে তিনি বলেন, ‘এটি একটি গর্বের বিষয় যে ১৭০টি দেশ যোগ দিয়েছে। জি ২০ সম্মেলনের সময় সারা বিশ্বের নেতারা এখানে এসেছিলেন এবং মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন, যা আমাদের জন্যও গর্বের বিষয়।’ এছাড়াও তিনি জানান, সরকার সারা বিশ্ব থেকে দেবদেবীর প্রায় ৩৫০টি চুরি যাওয়া মূর্তি ফিরিয়ে আনতে সফল হয়েছে।