বাংলা নিউজ > ঘরে বাইরে > নূপুর শর্মাকে গ্রেফতার করা দরকার, শিরশ্ছেদ কাণ্ডের পরে মুখ খুললেন ওয়াইসি

নূপুর শর্মাকে গ্রেফতার করা দরকার, শিরশ্ছেদ কাণ্ডের পরে মুখ খুললেন ওয়াইসি

মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (PTI Photo) (PTI)

ক্রেতা সেজে ঢুকেছিল দুজনে। এরপর উদয়পুরের ওই দর্জির গলা নামিয়ে দেয় দুষ্কৃতীরা। একেবারে আইসিসের ছকে এই হত্যাকাণ্ডকে ঘিরে একেবারে শিউরে উঠেছে গোটা দেশ। 

AIMIM প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি বুধবার একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন নূপুর শর্মাকে গ্রেফতার করতে হবে। এদিকে নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করার জেরে রাজস্থানের উদয়পুরে মঙ্গলবার এক দর্জির মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। তার পর দিনই মিম প্রেসিডেন্ট জানিয়ে দিলেন অনেক হয়েছে, এবার নূপুর শর্মাকে গ্রেফতার করতে হবে।

অন্যদিকে রাজস্থানে উদয়পুরে কানাইয়ালাল নামে ওই ব্যক্তির মৃত্যু কেন আটকানো গেল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াইসি।ভূপালে একটি প্রেস কনফারেন্স করে ওয়াইসি জানিয়েছেন, উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করছি।আমাদের আশা রাজস্থান সরকার কড়া ব্যবস্থা নেবে। পুলিশ যদি আরও সক্রিয় থাকত তবে এই ঘটনা হত না। মৌলবাদ ছড়ানো হচ্ছে। নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত।

এদিকে কানাইয়া লাল আগেই তাঁর জীবন বিপন্ন বলে স্থানীয় থানায় জানিয়েছিলেন। কিন্তু তারপরেও তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনাচক্রে মঙ্গলবার দুপুর ২.৩০টে নাগাদ রিয়াজ আত্তারি ও ঘৌস মহম্মদ নামে দুই ব্যক্তি ক্রেতা সেজে তার দোকানে ঢোকে। এরপর কানাইয়ার উপর তারা হামলা চালায়। গোটা ঘটনা ভিডিয়ো তুলে রাখা হয়।

এদিন কড়া পুলিশি নিরাপত্তায় কানাইয়ালালের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রচুর মানুষ এই শেষযাত্রায় অংশ নেন।

বন্ধ করুন