বাংলা নিউজ > ঘরে বাইরে > মহিলা শাখাকে ভেঙে দিল All India Muslim Personal Law Board, বিতর্ক চরমে

মহিলা শাখাকে ভেঙে দিল All India Muslim Personal Law Board, বিতর্ক চরমে

সংগঠনের মহিলা শাখাকে কার্যত ভেঙে দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। প্রতীকী ছবি (AP Photo/Aijaz Rahi) (AP)

পার্সোনাল ল নিয়ে নারীদের জাগ্রত করতে ২০১৫ সালে তৈরি হয়েছিল এই মহিলা শাখার। এদিকে মাত্র চার সদস্যের তদন্ত কমিটি এই শাখাকে বন্ধ করে দিল। এনিয়ে বিতর্ক চরমে। বলা হচ্ছে পুরুষতান্ত্রিকতার দাপট দেখাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন মতামতও উঠে আসছে।

সংগঠনের মহিলা শাখাকে কার্যত ভেঙে দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। একটি ইংরেজি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে এই পদক্ষেপের জেরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে বোর্ড। আসলে যে শাখা থেকে নারীরা নানা বিষয়ে সরব হতেই সেই শাখাকেই সাময়িক বন্ধ করে দিল বোর্ড।

ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সইফুল্লাহ রেহমানি ওমেনস উইংয়ের আহ্বায়ক ডঃ আসমা জেহরাকে লিখিতভাবে জানিয়ে দিয়েছিলেন এই শাখাকে আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই শাখা থেকে যেকোনওরকম কর্মসূচি পালন যাতে না হয় সেব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়।

 এমনকী ওই শাখার তরফে তৈরি করা সম্পস্ত সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। নয়া গাইডলাইন না আসা পর্যন্ত বন্ধ থাকবে ওই মহিলা শাখা।

এদিকে গোটা ঘটনা প্রসঙ্গে বোর্ডের কার্যকরী কমিটির এক সদস্য জানিয়েছেন, এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করা হচ্ছিল বলে মহিলা শাখার বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। কীভাবে সেলাই করতে হয় সেসব শেখানো হচ্ছিল। পড়ুয়াদের স্কলারশিপও দেওয়া হচ্ছিল। কিন্তু এসব তো বোর্ডের কাজের মধ্যে পড়ে না।

এদিকে পার্সোনাল ল নিয়ে নারীদের জাগ্রত করতে ২০১৫ সালে তৈরি হয়েছিল এই মহিলা শাখার। এদিকে মাত্র চার সদস্যের তদন্ত কমিটি এই শাখাকে বন্ধ করে দিল। এনিয়ে বিতর্ক চরমে। বলা হচ্ছে পুরুষতান্ত্রিকতার দাপট দেখাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন মতামতও উঠে আসছে।

বন্ধ করুন