রিজার্ভ ব্যাঙ্ক বলছে, নাগরিকরা দেশের ব্যাঙ্কগুলিতে গিয়ে এই টাকা এক্সচেঞ্জ বা ডিপোজিট করতে পারবেন।
1/7শুক্রবার দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে ২০০০ টাকার নোট তারা বাজার থেকে তুলে নিচ্ছে। এই নোট লিগাল টেন্ডার হিসাবে ৩০ সেপ্টেম্বর ৩০ পর্যন্ত থাকছে। তবে এই ২০০০ টাকার নোট ব্যবহার নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে বহু। রিজার্ভ ব্যাঙ্কের তরফে একাধিক তথ্য জানানো হয়েছে এই নোট ব্যবহার নিয়ে। ফাইল ছবি : ব্লুমবার্গ
2/7এখনও কি ব্যবহার করা যাবে ২০০০ টাকার নোট? এই প্রশ্নের উত্তরে রিজার্ভ ব্যাঙ্কের সাইট বলছে, নাগরিকরা এই টাকার নোট লেনদেন আপাতত করতে পারেন। তবে তা বৈধ ৩০ সেপ্টেম্বর ২০২৩ সাল পর্যন্ত। তবে তাঁদের উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তাঁরা এই নোট ব্যাঙ্কে ডিপোজিট করেন বা এক্সচেঞ্জ করে নেন।
3/7ডিপোজিট বা এক্সচঞ্জ করার উপায়? রিজার্ভ ব্যাঙ্ক বলছে, নাগরিকরা দেশের ব্যাঙ্কগুলিতে গিয়ে এই টাকা এক্সচেঞ্জ বা ডিপোজিট করতে পারবেন। বলা হচ্ছে, একক সময়ে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থমূল্যে ২০০০ টাকার নোট লেনদেন সম্ভব। ফাইল ছবি: রয়টার্স
4/7কেন হঠাৎ তুলে নেওয়া হল ২০০০ টাকার নোট? এই প্রশ্নের উত্তরে ব্যাঙ্ক বলছে, ২০১৬ সালে নোট রাতারাতি বাতিলের সময় ২০০০ টাকার নোট অর্থনীতির খাতিরে ছিল প্রয়োজন। কারণ, সেই সময় ৫০০ ও ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করা হয়। সেই সময়কালে লক্ষ্য পূরণের পর ২০১৮-১৯ সালে ২০০০ টাকার নোট প্রিন্ট করা বন্ধ হয়।
5/7২০০০ টাকার নোটের লেনদেন নিয়ে কি এখন কোনও সীমা রয়েছে? এই প্রশ্নটি এই মুহূর্তে বহু ভারতীয়ের মনে ঘুরপাক খাচ্ছে। তবে আরবিআই জানাচ্ছে, কোনও মতেই এই ২০০০ এর নোট সরিয়ে নেওয়া নিয়ে জনতা যেন অযথা উদ্বিগ্ন না হয়। তবে ২০০০ এর নোট ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্কে সংশ্লিষ্ট গ্রাহকের বৈধ নথি ও কেওয়াইসি থাকা প্রয়োজন।
6/7রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ ৪ মাস পর্যন্ত এই ২০০০ টাকার নোট ডিপোজিট বা এক্সচেঞ্জ বা ব্যবহারের সুযোগ পাচ্ছেন একজন নাগরিক। এই ৪ মাসের মধ্যে এই নোটগুলি ব্যাঙ্কে চলে আসবে। জনতা যেন অযথা উদ্বিগ্ন না হয়।
7/7সিনিয়র সিটিজেনদের বিশেষ ব্যবস্থা- সিনিয়র সিটিজেনদের জন্য নেওয়া হয়েছে, বিশেষ ব্যবস্থা। আরবিআই জানাচ্ছে, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, সেদিকে আয়োজন রাখতে বলেছে আরবিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)