বাংলা নিউজ > ঘরে বাইরে > Allahabad High Court on Hindu Marriage: 'হিন্দু বিবাহ কোনও চুক্তি নয়, পবিত্র বন্ধন', বিচ্ছেদ-মামলায় বলল হাইকোর্ট

Allahabad High Court on Hindu Marriage: 'হিন্দু বিবাহ কোনও চুক্তি নয়, পবিত্র বন্ধন', বিচ্ছেদ-মামলায় বলল হাইকোর্ট

প্রতীকী ছবি (HT_PRINT)

দু'পক্ষের সম্মতি ছাড়া হিন্দু বিবাহ বাতিল করা যায় না। কারণ, এটি কোনও চুক্তি নয়। বিচ্ছেদের নির্দেশ বাতিল করে জানাল এলাহাবাদ হাইকোর্ট।

হিন্দু বিবাহ কোনও চুক্তি নয় যে চাইলেই তা বাতিল করে দেওয়া হবে। এই বিবাহ বন্ধনকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। তাই, কেবলমাত্র সীমিত কিছু ক্ষেত্রেই সংশ্লিষ্ট দুই পক্ষের পেশ করা প্রমাণের ভিত্তিতে আইনত বিবাহ বিচ্ছেদ করা যেতে পারে। একটি মামলার প্রেক্ষিতে এমনটাই তার পর্যবেক্ষণে জানিয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং বিচারপতি দোনাডি রমেশের ডিভিশন বেঞ্চে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা করেন এক মহিলা। সেই মামলার শুনানিতে বেঞ্চের তরফে বলা হয়, কেবলমাত্র দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই কোনও আদালত বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারে। অন্তিম রায়দান হওয়ার আগে পর্যন্তই যা কার্যকর থাকবে।

আদালতের আরও পর্যবেক্ষণ, চূড়ান্ত রায়দানের আগেই যদি এক পক্ষ সম্মতি প্রদানের অবস্থান থেকে সরে আসে, তাহলে আর প্রাথমিক সম্মতির ভিত্তিতে আদালত বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারে না।

উল্লেখ্য, এই ঘটনায় সংশ্লিষ্ট মহিলার অবস্থান নিয়েই জটিলতা তৈরি হয় এবং এই মহিলাই বুলন্দশহর অতিরিক্ত জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। এই মামলায় নিম্ন আদালত বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মহিলা।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ওই মহিলার বিয়ে হয় ২০০৬ সালে। কিন্তু, ২০০৭ সালে তিনি তাঁর স্বামীকে ছেড়ে চলে যান এবং আলাদা থাকতে শুরু করেন। যার জেরে, ২০০৮ সালে তাঁর স্বামী নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা রুজু করেন। প্রাথমিকভাবে বিবাহ বিচ্ছেদে সায় দেন মহিলাও। জানান, তিনি আলাদাই থাকতে চান।

কিন্তু, পরবর্তী সময়ে মহিলা তাঁর অবস্থান বদল করেন এবং জানিয়ে দেন, তিনি বিবাহ বিচ্ছেদে রাজি নন। এরপর ওই দম্পতি আবারও একসঙ্গে থাকতে শুরু করেন। তাঁদের দুই সন্তানও হয়। কিন্তু, সংশ্লিষ্ট মামলায় দুই পক্ষের প্রাথমিক সম্মতি প্রদানের ভিত্তিতে নিম্ন আদালত বিবাহ বিচ্ছেদের রায় দেয়।

এরই প্রেক্ষিতে উচ্চ আদালতে পাল্টা মামলা করেন মহিলা। তার ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায় খারিজ করে দেয়। একইসঙ্গে স্পষ্ট করে, এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের নির্দেশ উচ্চতম আদালতের চূড়ান্ত রায়দানের আগে পর্যন্তই শুধুমাত্র কার্যকর থাকবে।

উচ্চ আদালতের এই নির্দেশ ও পর্যবেক্ষণে সংশ্লিষ্ট দম্পতি ও তাদের পারিবারিক সমস্যা মিটল বলেই মনে করছে আইনজীবী মহল।

পরবর্তী খবর

Latest News

রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.