বাংলা নিউজ > ঘরে বাইরে > Canadian citizen killed: জোরে গান বাজানো নিয়ে ঝামেলা, পঞ্জাবে খুন কানাডার নাগরিক

Canadian citizen killed: জোরে গান বাজানো নিয়ে ঝামেলা, পঞ্জাবে খুন কানাডার নাগরিক

প্রদীপ সিং।

পঞ্জাবের গুরুদাসপুর জেলার গাজিকোট গ্রামে প্রদীপের জন্ম হলেও তিনি কানাডার স্থায়ী নাগরিক। চলতি মাসেই তিনি পঞ্জাবে আসেন। সোমবার রাতে এলাকায় জোরে গান বাজানো নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রদীপ। এর পর তাদের মধ্যে হাতাহাতি হয়।

জোরে গান বাজানো নিয়ে আপত্তি করায় কানাডার এক নাগরিককে পঞ্জাবে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের রূপনগর জেলার আনন্দপুর সাহিব এলাকায়। নিহত কানাডার নাগরিকের নাম প্রদীপ সিং (২৪)। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, জোরে গান বাজানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন প্রদীপ। এরপরে তিনি কয়েকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তখনই তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নিরঞ্জন দাস নামে এক অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। দুপক্ষের হাতাহাতিতে অভিযুক্ত কিছুটা আহত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছে নিরঞ্জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের গুরুদাসপুর জেলার গাজিকোট গ্রামে প্রদীপের জন্ম হলেও তিনি কানাডার স্থায়ী নাগরিক। চলতি মাসেই তিনি পঞ্জাবে আসেন। সোমবার রাতে এলাকায় জোরে গান বাজানো নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রদীপ। এর পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনায় প্রদীপকে পাথর দিয়ে আঘাত করে কয়েকজন যুবক। জেলার পুলিশ সুপার বিবেক শীল সোনি জানান, ঘটনাটি সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটেছে। ঘটনার সময় প্রদীপের পরনে ছিল নিহাঙ্গ গ্রুপের (‌পঞ্জাবের শিখ সম্প্রদায়ের এক বিশেষ পোশাক)‌ পোশাক। তবে নিহাঙ্গ গ্রুপের সঙ্গে মৃত প্রদীপের কোনও যোগসূত্র মেলেনি।’‌ হাতাহাতির ঘটনায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন পুলিশ সুপার। জানা গিয়েছে, মৃত যুবক পরিবারের একমাত্র সন্তান। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা জানার জন্য সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

রূপনগরের এসএসপি জানান, ঘটনার পর অচেতন অবস্থায় পড়ে ছিল প্রদীপ। তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্তও আহত হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তাদের মধ্যে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না।

জানা গিয়েছে, বর্তমানে পঞ্জাবের সবচেয়ে বড় উৎসব ‘হোলা মহল্লা’ চলছে। ওই এলাকাতেও এই উৎসব চলছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই উৎসবে নিরাপত্তার জন্য আনন্দপুর সাহিব এলাকায় সাড়ে ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, নজরদারির জন্য প্রায় ১১০টি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন