বাংলা নিউজ > ঘরে বাইরে > Madhyapradesh incident: শ্বশুরবাড়িতে যেতে না চাওয়ায় ক্ষোভে স্ত্রীকে কামড়ে নাক খুবলে নিল স্বামী!

Madhyapradesh incident: শ্বশুরবাড়িতে যেতে না চাওয়ায় ক্ষোভে স্ত্রীকে কামড়ে নাক খুবলে নিল স্বামী!

স্ত্রীর নাক কামড়ে খুবলে নেওয়ার অভিযোগ। 

সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। তবে বিয়ের পর থেকেই বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকতেন স্ত্রী। গত একমাস আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছিলেন। পরে সেখানেই থাকছিলেন। সেই সময় ওই মহিলার স্বামী তাকে ফেরাতে গেলে তিনি শ্বশুরবাড়ি যেতে আপত্তি জানান। এই নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

শ্বশুরবাড়িতে যেতে অস্বীকার করেছিলেন স্ত্রী। সেই ক্ষোভে স্থির নাক কামড়ে খুবলে নিল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর জেলায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে শনিবার। স্বামী স্ত্রী দুজনেই মাঠে ফসল কাটছিলেন। সেই সময় রাগের বশে স্ত্রীর নাকে কামড়ে দেয় স্বামী। ঘটনার পরে অভিযুক্ত স্বামী সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দম্পতির বিয়ে হয়েছে। তবে বিয়ের পর থেকেই বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকতেন স্ত্রী। গত একমাস আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছিলেন। পরে সেখানেই থাকছিলেন। সেই সময় ওই মহিলার স্বামী তাকে ফেরাতে গেলে তিনি শ্বশুর বাড়ি যেতে আপত্তি জানান। এই নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শনিবার স্বামী স্ত্রী দুজনে মিলে জমিতে ফসল তুলছিলেন। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন ওই মহিলার স্বামী। তখনই শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। এরপরে স্ত্রী নাক কামড়ে খুবলে নেয় ওই ব্যক্তি। ঘটনায় পরিবারের সদস্য মহিলার চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে গোয়ালিয়রে চিকিৎসার জন্য নিয়ে যান। এই ঘটনার পরে মহিলার অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান পরিবারের সদস্যরা। তার ভিত্তিতে অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ।

এসডিপিও নির্ভয় সিং আলাভা জানিয়েছেন, ঘটনাটি আগ্রা থানার অন্তর্গত। মহিলার স্বামী নাক খুবলে নেওয়ার পর এখন এলাকা থেকে পালিয়ে গিয়েছে। তার খোঁজ চলছে। মহিলার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। স্বামী স্ত্রীর ঝামেলার জেরে ওই মহিলা তাঁর বাপের বাড়িতে চলে যান। এরপর থেকে মহিলার স্বামীও তার সঙ্গে থাকতে শুরু করেন। মহিলার অভিযোগ, তাঁর স্বামী মাঝেমধ্যেই তাঁকে মারধর করত। এমনকী নাক কেটে দেওয়ারও হুমকি দিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় মহিলার পরিবারের সদস্যদের পাশাপাশি তার স্বামীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন