আরও একটি ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা সামনে এল। বেঁধে রেখে টানা ৫ দিন ধরে লাগাতার ধর্ষণ করা হল বিদেশিনীকে। আর তারপরেও হাত পা বেঁধে ফেলে দেওয়া হল নির্জন রাস্তায়। স্বাধীনতা দিবসে আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করল পুলিশ। এমনই পাশবিক ধর্ষণের ঘটনার সাক্ষী থাকল পাকিস্তানের ইসলামাবাদ। সেখানে এক বেলজিয়ামের মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: রাতে 'রোগীর কম্বলে ঢুকে যায়, বাথরুমে লুকিয়ে পড়ে পুলিশ', ফুঁসছেন RG করের নার্সরা
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের জি ৬ এলাকায়। নির্যাতিতা বেলজিয়ামের বাসিন্দা। স্থানীয় এক বাসিন্দা রাস্তায় তাঁর হাত ও পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মহিলা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার কাছ থেকে পুলিশ জানতে পারে, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে আটকে রেখে ৫ দিনেরও বেশি সময় ধরে বারবার যৌন নির্যাতন চালায়।
তিনি এই ৫ দিন ধরে বহুবার ওই ব্যক্তিদের যৌন লালসার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। পরে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এই ঘটনায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তারপরই পুলিশ বিদেশিনীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, ধৃত যুবকের নাম তমিজউদ্দিন। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তমিজউদ্দিন অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে নির্যাতিতা তাকে শনাক্ত করেছে। জানা গিয়েছে,তমিজউদ্দিনকে পুলিশ তার বাড়ি থেকে আটক করার পর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। এরপর থানায় নিয়ে যায়।
যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে তমিজউদ্দিন। মহিলার দাবি অস্বীকার করে ওই যুবক পালটা দাবি করেছে ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। সে আরও দাবি করে, মহিলাটির কোনও পরিচয়পত্র নেই এবং যথাযথ নথি ছাড়াই পাকিস্তানে ভ্রমণ করেছে। জানা গিয়েছে, নিজের বাড়িতেই ওই মহিলাকে আটকে রেখেছিল যুবক। তাই তার বাড়িতে মহিলার কোনও পরিচয় পত্র আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।