বাংলা নিউজ > ঘরে বাইরে > Pak doctor murdered: পাকিস্তানে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে পরপর গুলি, নিন্দায় সরব আহমদিয়ারা

Pak doctor murdered: পাকিস্তানে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে পরপর গুলি, নিন্দায় সরব আহমদিয়ারা

পাকিস্তানে ক্লিনিকে ঢুকে সংখ্যালঘু চিকিৎসককে পরপর গুলি, নিন্দায় সরব আহমদিয়ারা

দুষ্কৃতীরা মোটর বাইকে চড়ে আসে পাঞ্জাবের গুজরাট জেলার লালা মুসা এলাকায় চিকিৎসকের ক্লিনিকে। এরপর এক ব্যক্তি ক্লিনিকের ভিতরে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। জানা গিয়েছে, সব মিলিয়ে চিকিৎসকের ওপরে ৩ টি গুলি চালানো হয়। তার হৃদপিন্ড, পেট ও বাহুতে গুলি লাগে।

অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন পাকিস্তানের সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক চিকিৎসক। শনিবার লাহোরের কাছে আততায়ীরা ক্লিনিকে ঢুকে ওই চিকিৎসককে গুলি খুন করে। জানা যাচ্ছে, মৃত ব্যক্তি একজন দন্ত চিকিৎসক বা দাঁতের ডাক্তার ছিলেন। মৃতের নাম ডাঃ জাকাউর রহমান (৫৩)। কী কারণে চিকিৎসককে খুন করা হয়েছে তা স্পষ্ট নয় পুলিশ ও পরিবারের কাছে।

আরও পড়ুন: পরপর চলল ৩০ রাউন্ড গুলি, বার্গার কিংয়ে শুটআউটের হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা মোটর বাইকে চড়ে আসে পঞ্জাবের গুজরাট জেলার লালা মুসা এলাকায় চিকিৎসকের ক্লিনিকে। এরপর এক ব্যক্তি ক্লিনিকের ভিতরে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। জানা গিয়েছে, সব মিলিয়ে চিকিৎসকের ওপরে ৩ টি গুলি চালানো হয়। তার হৃদপিন্ড, পেট ও বাহুতে গুলি লাগে। এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসক সেখানে একাই থাকতেন। রিপোর্টে বলা হয়েছে, রেহমান একা থাকতেন। তবে তাঁর পরিবারের সদস্যরা থাকতেন বিদেশে। 

প্রসঙ্গত, পাকিস্তানে এভাবে সখ্যালঘু মুসলিমদের ওপর হামলার ঘটনা নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ধর্মকে অবমাননার মামলায় সুপ্রিম কোর্ট একজন অভিযুক্ত মুবারক সানীকে জামিন দিয়েছিল। তার পরেই এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে দেশে। এদিনের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন মর্মাহত হয়েছেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। 

চিকিৎসকে এভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে আহমদিয়া সম্প্রদায়ের মানুষজন। এই হত্যাকে তাদের বিরুদ্ধে একটি বৃহত্তর এবং তীব্র ঘৃণামূলক প্রচারের অংশ বলে অভিহিত করেছেন। তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। সম্প্রদায়ের মুখপাত্র আমির মেহমুদ জোর দিয়েছেন, যে ডাক্তারকে নিছক টার্গেট করা হয়েছিল কারণ তিনি ভিন্ন সম্প্রদায়ের ছিলেন। তিনি জানান, এর আগে গুলাম সারওয়ার এবং রাহাত আহমেদ বাজওয়া নামে দুই আহমদিয়াকে পাঞ্জাবের মান্ডি বাহাউদ্দিন এবং হাসিলপুরে হত্যা করা হয়েছিল। চলতি মার্চে মুলতানে স্থানীয় আহমদিয়া নেতা তাহির ইকবাল চিমাকে হত্যা করা হয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.