স্বামীর সন্দেহ ছিল স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছেন। আর তাই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। সেই সময় ঘটল ভয়ঙ্কর কাণ্ড। স্ত্রীকে দা কুপিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কেরলের পালাকাট্টুথাজমের ভাই কলোনিতে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের বাসিন্দা স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শিব বাহাদুর ছেত্রী। অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা। এর্নাকুলাম গ্রামীণ পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: 'গোপন কথা' লুকোতে লিভইন পার্টনারকে ধর্ষণ করে খুন, পরে দেহ ৪০ টুকরো করল যুবক
পুলিশ জানিয়েছে, মহিলার নাম মামণি ছেত্রী (৩৯)। ঘটনার পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পেরুম্বভুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে দম্পতির মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হয়। ক্রমেই তাদের সেই ঝগড়া ভয়ঙ্কর রূপ নেয়। সেই সময় অভিযুক্ত শিব বাহাদুর দা হাতে তুলে নিয়ে স্ত্রীকে আঘাত করে। ঘটনায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলা স্বামীকে গ্রেফতার করে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও কী কারণে স্ত্রীকে খুন করেছে অভিযুক্ত সে বিষয়টি নিয়েও এখনও নিশ্চিত নয় পুলিশ।
প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের অনুমান, মহিলার সতীত্ব নিয়ে সন্দেহ ছিল তার স্বামীর। তার ধারণা ছিল, মামণি কোন এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তাই নিয়ে দুজনের মধ্যে বচসা এবং শেষে স্ত্রীকে কুপিয়ে খুন করতে পারে অভিযুক্ত। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তদন্ত প্রক্রিয়ায় আরও গতি আসবে। নিহত এবং অভিযুক্ত দুজনেই ভিন রাজ্যের হওয়ায় এই মামলাটিকে গুরুত্ব সহকারে দেখছি পুলিশ। জানা গিয়েছে, এর্নাকুলামের গ্রামীণ পুলিশ সুপার ড. বৈভব সাক্সেনার নেতৃত্বে একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। সেক্ষেত্রে খুনের কারণ জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।