তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে ঘিতে ভেজাল মিশিয়ে পশুর চর্বি দেওয়ার বিস্ফোরক অভিযোগ ঘিরে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। বর্তমানে অন্ধ্রপ্রদেশে রয়েছে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপির সরকার। সেই চন্দ্রবাবু নাইডুর ছেলে, বর্তমানে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ সদ্য এই অভিযোগ ঘিরে মুখ খুলেছেন। ইতিমধ্যেই টিডিপি সরকারের দাবি ঘিরে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র।
চন্দ্রবাবু সরকারের দাবি, তাদের আগে অন্ধ্রপ্রদেশের গদিতে থাকা ওয়াইসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডির সরকারের আমলে তিরুপতি মন্দিরে প্রসাদের লাড্ডুতে ভেজাল মেশানো হত। সেখানে পশুর চর্বি মেশানোর অভিযোগ তুলেছেন নারা লোকেশদের সরকার। যদিও ওয়াইএসআর কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের অমবরাবতীতে এক এনডিএ বৈঠকেই সদ্য চন্দ্রবাবু নাইডু এই নিয়ে মুখ খোলেন। এরপর তাঁর ছেলে তথা সেরাজ্যের মন্ত্রী নারা লোকেশও এবার এই ইস্যুতে মুখ খুলেছেন। নারা লোকেশ বলেন, ‘এই চক্রের গভীর পর্যন্ত যেতে তদন্তকারী অফিসারদের খোলা ছুট দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এটা খুব বড় পাপ ওয়াইএসআর কংগ্রেস করেছে যেখানে প্রসাদের লাড্ডুতে ঘিয়ে পশুর চর্বি ও নিম্নমানের জিনিস দিয়ে ভেজাল মিশিয়ে বিখ্যাত তিরুপতি লাড্ডু তৈরি করা হচ্ছে। লাড্ডুর গুণগত মান নামছে, স্বাদ নামছে, বহু তীর্থযাত্রী এই নিয়ে অভিযোগ করেছেন। এটা খুব খারাপ ব্যাপার যে ওয়াইসআর কংগ্রেসের নেতারা এখনও নিজেদের সাফাই দিচ্ছেন, যেখানে ল্যাব রিপোর্ট নিশ্চিত করেছে যে তিরুপতিতে সরবরাহ করা ঘি-তে পশুর চর্বি ছিল।’ গোটা বিষয় ঘিরে শুরু হয়েছে তোলপাড়।
এদিকে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা মুখ খুলেছেন। তিনি বলেন,' এই বিষয়ে তথ্য পাওয়ার পর আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছি এবং তাঁর কাছ থেকে বিস্তারিত জেনেছি। যে রিপোর্ট রয়েছে তা তাঁকে দিতে বলেছি, যাতে আমি এটি পরীক্ষা করতে পারি। আমি রাজ্য নিয়ন্ত্রকদের সাথে কথা বলব এবং এটি তদন্ত করব।' জেপি নড্ডার সাফ বার্তা,'খাদ্য নিরাপত্তার মানদণ্ড অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আমি রিপোর্ট চেয়েছি এবং আমরা এটি পরীক্ষা করব।'