বাংলা নিউজ > ঘরে বাইরে > Flight Crew Molested by Passenger: যাত্রীর লাগেজ রাখছিলেন বিমানসেবিকা, তখনই উরুতে স্পর্শ যাত্রীর! গ্রেফতার অভিযুক্ত

Flight Crew Molested by Passenger: যাত্রীর লাগেজ রাখছিলেন বিমানসেবিকা, তখনই উরুতে স্পর্শ যাত্রীর! গ্রেফতার অভিযুক্ত

বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। 

বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। ঘটনায় দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে দিল্লি বিমানবন্দরের পুলিশ একজনকে গ্রেফতার করে। 

বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন উড়ানে ঘটে যাওয়া বেশ কিছু অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যাত্রীদের অভব্য আচরণ নিয়ে একাধিক ক্ষেত্রে তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। অনেক ক্ষেত্রেই আবার অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপও করা হয়। এই আবহে সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদগামী স্পাইসজেটের একটি উড়ান। বিমানটি নয়াদিল্লি থেকে নিজামের শহরে যাচ্ছিল। সেই বিমানেই বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনায় সহযাত্রীরা রেকর্ড করেছিলেন। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানা গিয়েছে। (আরও পড়ুন: Multibagger Penny Stock - ৯ পয়সার শেয়ার দিল অবিশ্বাস্য ৫.৩ লাখ শতাংশ রিটার্ন! ১০ হাজার হল ৫.৩ কোটি)

সোমবার দিল্লি-হায়দরাবাদ রুটের বিমানে ওঠার সময় বিমানসেবিকার সঙ্গে খুব বাজে ব্যবহার করেন দুই যাত্রী। এর জেরে দু'জনকেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ক্রুদের হয়রানি করার ঘটনায় স্পাইসজেট এক বিবৃতি জারি করে বলে, 'পাইলট ইন কমান্ড এবং নিরাপত্তা কর্মীদের ঘটনা প্রসঙ্গে অবগত করেন কেবিন ক্রু-রা। অভিযুক্র যাত্রী এবং তাঁর সঙ্গে ভ্রমণকারী অপর এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ওই দুই যাত্রীকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।' ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছে অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছে, এক যাত্রীকে গ্রেফতার করেছে দিল্লির বিমানবন্দর থানার পুলিশ। ধৃতের নাম অবসর আলম।

অভিযোগ, ওভারহেড কম্পার্টমেন্টে যাত্রীর লাগেজ রাখার ক্ষেত্রে সাহায্য করছিলেন বিমানসেবিকা। সেই সময়ই তাঁর উরুতে নাকি অশালীন ভাবে স্পর্শ করেন এক যাত্রী। পরে সেই অভিযুক্ত যাত্রী দাবি করেন যে বিমানে ছোট জায়গার কারণে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে। সেই যাত্রী পরে লিখিত ভাবে ক্ষমা চেয়েছিলেন। এদিকে ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বিমান সেবিকার সঙ্গে উঁচু গলায় কথা বলছেন। সেখানে আরও যাত্রীরা রয়েছেন। তাঁদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন