গণেশ চতুর্থী উৎসবের মিছিলে পাথর ছোড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, গণেশ মূর্তি নিয়ে যাওয়ার সময় পাথর ছোড়া হয়। তার ফলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন শিশু আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনা সামনে এসেছে মুচিপুরা এলাকায়। উত্তেজিত জনতা বেশ কিছু গাড়ি ভাঙচুর করার পাশাপাশি থানা ঘেরাও, রাস্তা অবরোধ বিক্ষোভ করেন। ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলামে। সেখানে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন: আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার
জানা গিয়েছে, শনিবার রাত ৯টার দিকে মুচিপুরা এলাকা থেকে গণেশের মূর্তি নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। সেই সময় আচমকা মিছিলে পাথর ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। তাতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন আহত হয়। ঘটনায় অভিযোগ জানাতে স্টেশন রোড থানায় পৌঁছন আক্রান্তরা। পরে তাদের ফেরার পথে আবার পাথর ছোড়া হয়। পালটা মিছিলে থাকা ব্যক্তিরা পাথর ছোড়েন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে, দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এমনকী কাঁদানে গ্যাস ছোড়ে।
জানা গিয়েছে, মতিপুরা ও হাতিখানা এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এলাকায় উত্তেজনার পরিপ্রেক্ষিতে অন্যান্য থানা থেকেও পুলিশ বাহিনীকে ডাকা হয়। মুচিপুরাসহ অন্যান্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সুপার রাহুল কুমার লোধা জানিয়েছেন, পুলিশ আধিকারিকরা সেখানে ক্রমাগত টহল দিচ্ছেন। মুচিপুরা এলাকা এবং অন্যান্য এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত এসপি এবং সিএসপিদেরও মোতায়েন করা হয়েছে। জেলা শাসক রাজেশ বাথাম এবং এসপি রাহুল কুমার লোধা জেলার মানুষকে শান্তি বজায় রাখতে এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য আবেদন জানিয়েছেন। বিশৃঙ্খলা তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তাঁরা।