ইনস্টাগ্রামে বন্ধুত্ব। তারপরে দিল্লির একটি হোটেলে এক ব্রিটিশ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি দিল্লির মহিপালপুরের। এই ঘটনায় দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। পাশাপাশি ব্রিটিশ হাইকমিশনেও বিষয়টি জানানো হয়েছে। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম কৈলাস এবং তার বন্ধু ওয়াসিম। ওয়াসিমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন মহিলা। তবে অভিযোগ অস্বীকার করেছে কৈলাস। তার দাবি, মহিলাই তাকে জোর করেছে।
পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির ময়ূর বিহারের বসুন্ধরার বাসিন্দা কৈলাস। সে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। পাশাপাশি ইনস্টাগ্রামে রিল তৈরির প্রতি ঝোঁক রয়েছে তার। সেই সূত্রেই কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লন্ডনের বাসিন্দা ওই মহিলার সঙ্গে তার যোগাযোগ হয়। মাঝেমধ্যেই তাদের মধ্যে কথা হত। তাতে দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
জানা যাচ্ছে, ওই ব্রিটিশ মহিলা কয়েকদিন আগেই মহারাষ্ট্র এবং গোয়াতে ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। তিনি সেখান থেকে কৈলাসকে ফোন করে তাঁর সঙ্গে ঘুরতে বলেন কৈলাসকে দেখা করতে বলেন। তবে, কৈলাস জানিয়ে দেয়, যে সে যেতে পারবে না। পালটা কৈলাস মহিলাকে দিল্লিতে আসতে বলে। সেইমতো মহিলা মঙ্গলবার দিল্লিতে পৌঁছে মহিপালপুরের একটি হোটেলে ওঠেন। এরপর তিনি কৈলাসকে ফোন করে সেখানে ডাকেন। সেই ডাকে সাড়া দিয়ে কৈলাস এবং তার বন্ধু ওয়াসিম হোটেলে পৌঁছায়। অভিযোগ, সেই রাতেই তিনজন মদ্যপান করে এরপর কৈলাস মহিলাকে ধর্ষণ করে।
পরের দিন সকালে মহিলা বসন্তকুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, পুলিশ ঘটনাটি সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনকে জানিয়েছে। কমিশন ব্রিটিশ নাগরিক ওই মহিলাকে সবরকমভাবে সাহায্য করছে। আরও জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের ইংরেজি বলতে সমস্যা হচ্ছিল। তাই তাঁর সঙ্গে কথা বলার জন্য কৈলাস গুগল ট্রান্সলেট ব্যবহার করছিল। তবে কৈলাসের দাবি, তারা তিনজনে সেখানে একসঙ্গে মদ্যপান করে এবং রাতের খাবার খেয়ে বাড়ি ফিরে যায়। মহিলা তার সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য জোর করছিলেন। তাই সে ওয়াসিমকে ডেকেছিল।