আদিত্যনাথ ঝা
দু মাসের সন্তানকে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে উঠেছে। কারণ ওই সন্তানের মা অর্থাৎ অভিযুক্তের স্ত্রী তাঁর বাবার বাড়ি থেকে পণ আনতে পারেননি। আর সেই রাগে নিজের তিন মাসের সন্তানকেই মেরে ফেলল স্বামী। এমনটাই অভিযোগ। বিহারের ভাগলপুরের ঘটনা।
পুলিশ অভিযুক্তর মাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত পলাতক। শুক্রবার সন্ধ্যায় সুলতানগঞ্জ থানা এলাকায় ঘটনাটি হয়েছে।
এসপি রামদাস জানিয়েছেন, স্বামী পলাতক। পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের ডেকেছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য় আমরা অপেক্ষা করছি। মৃত মহিলার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। জানিয়েছেন এসপি।
অভিযুক্ত রাজা শাহ একজন ভ্যান চালক। তিনি মদে আসক্ত। যা আয় করেন সব মদেই খরচ করে ফেলেন। স্ত্রীর গয়না বিক্রি করেও মদ খেয়ে ফেলেছেন। ওই মহিলার বাবার দাবি, ১ লাখ টাকা পণ চাইত সে। না দিতে পারায় শিশুটিকে মেরে ফেলেছে।
তিনি জানিয়েছেন ২০১৯ সালে মেয়ের বিয়ে দিয়েছিলাম। বিয়েতে ৫ লাখ খরচ হয়েছিল। এরপর আর পণ দেওয়ার মতো ক্ষমতা নেই। ছোট সন্তানকেই মেরে ফেলল। অপর এক সন্তান বেঁচে আছে।