ইন্ডিয়ান ইনস্টিউট অফ টেকনোলজি- বিএইচইউর এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তিনজন অজ্ঞাত পরিচয় লোক তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে চুমু খেয়েছে বলে অভিযোগ। এমনকী তার জামাকাপড় খুলে নিয়ে তার ভিডিয়ো তোলা হয়েছে বলেও অভিযোগ। এদিকে এই ঘটনাকে ঘিরে উত্তরপ্রদেশের বারাণসীতে তীব্র শোরগোল পড়ে যায়। বুধবার এই ঘটনা হয়েছে বলে খবর। এবার জেনে নিন ঘটনাটা ঠিক কী হয়েছিল?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ওই ছাত্রীর অভিযোগটা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি আইআইটি-বিএইচইউর হস্টেলে থাকি। ২রা নভেম্বর রাত দেড়টা নাগাদ আমি হস্টেলে হাঁটছিলাম। পরে আমার এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা হয়। আমরা একসঙ্গে হাঁটছিলাম। ৩০০ মিটার মতো হেঁটেছি আমরা। এমন সময় একটি বাইকে তিনজন আসে। তারা বাইকটি দাঁড় করায়। এরপর আমার বন্ধুকে সরিয়ে দেয়। এরপর আমার মুখ চিপে ধরে কোণের দিকে নিয়ে গেল। এরপর জোর করে চুমু খায়। এরপর আমাকে নগ্ন করে। এরপর ছবি তোলে, ভিডিয়ো তোলে। আমি চিৎকার করতে শুরু করি। ওরা খুন করার হুমকি দেয়। ১০-১৫ মিনিট পরে ওরা ছেড়ে দেয়। এরপর আমি বাইকের শব্দ শুনি। আতঙ্কে এক প্রফেসরের ঘরের পাশে লুকিয়ে পড়ি। পরে আমাকে সিকিউরিটি অফিসারদের কাছে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঘটনার পরেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে ইতিমধ্য়েই পুলিশ তদন্তে নেমেছে।
এদিকে ঘটনার পর থেকে তীব্র প্রতিবাদে মুখরিত হয়েছেন পড়ুয়ারা। ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়েছে, রাত ১০টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত ইনস্টিটিউটের সব গেট বন্ধ থাকবে। এই সময়ের মধ্য়ে শিক্ষা প্রতিষ্ঠানের স্টিকার বা আই কার্ড ছাড়া কোনও গাড়িকে ক্য়াম্পাসে ঢুকতে দেওয়া হবে না। মূলত বহিরাগত কেউ যাতে এই কাণ্ড ঘটাতে না পারে সেটা দেখা হবে। সেই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।