এক এয়ার হোস্টেসকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাস্কট থেকে কান্নুর পর্যন্ত একটি বিমানে নিজের শরীরের মধ্য়ে সোনা লুকিয়ে নিয়ে আসছিলেন। নিজের পায়ুদ্বারের মধ্য়ে তিনি সোনা লুকিয়ে নিয়ে আসছিলেন। তবে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই কেবিন ক্রুর নাম সুরভী খাতুন। তিনি কলকাতার বাসিন্দা। কান্নুর বিমানবন্দরে তিনি ২৮শে মে নেমেছিলেন। এদিকে ডিআরআই কোচিনের কাছে এনিয়ে খবর ছিল। তারপরই ওই বিমান সেবিকাকে আটকায় ডিআরআই।
সূত্র মারফৎ পিটিআই জেনেছে তার পায়ূদ্বারে ওই পাচার করা সোনা লুকোন ছিল। সেখানে প্রায় ৯৬০ গ্রাম সোনা লুকোন ছিল। তাকে ১৪ দিনের মহিলা সংশোধনাগারে পাঠানো হয়েছে।
তবে এটা মনে করা হচ্ছে এই প্রথম কোনও বিমান সেবিকা এভাবে পায়ুদ্বারে সোনা নিয়ে পাচার করার সময় ধরা পড়লেন। তবে সূত্রের খবর, এবারই প্রথম নয়। এর আগেও তিনি এই ধরনের সোনা পাচার করেছেন বলে খবর। তবে এবার তিনি ধরা পড়ে গেলেন। তার শরীর তল্লাশি করার পরেই এই পাচার হওয়া সোনা ধরা পড়ে।
এদিকে এর আগেও নানা সময় এই ধরনের পাচারের বিষয়টি সামনে এসেছে। এবার একেবারে পায়ুপথে সোনা পাচারের অভিযোগ।