ওড়িশায় পদ্মশ্রী বিভ্রাট। রাজ্যটির এক চিকিৎসক অভিযোগ করেছেন, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের তালিকায় তাঁর নাম ছিল। তবে তাঁর জায়গায় এক সাংবাদিক এই পুরস্কার সংগ্রহ করেছেন। আসলে দুজনের নামই এক। আর তাতেই বিভ্রাট তৈরি হয়েছে। ওই চিকিৎসকের নাম অন্তর্যামী মিশ্র। দাবি করা হচ্ছে, ২০২৩ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকার ৫৬ তম স্থানে অন্তর্যামী মিশ্রের নাম ছিল। তবে একই নামের একজন সাংবাদিক গত বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: ২০২৫ সালে বাংলায় এল না পদ্মবিভূষণ, পদ্মভূষণ! পদ্মশ্রী সম্মানে এরাজ্য থেকে কারা ভূষিত হলেন ?
এ নিয়ে ওড়িশা হাইকোর্টে একটি মামলা হয়েছে। সেই মামলার ভিত্তিতে ওড়িশা হাইকোর্ট উভয় দাবিদার এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে। উভয়পক্ষকে ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। উল্লেখ্য, চিকিৎসক দাবি করেছেন, পিআইবির তালিকায় বলা হয়েছে সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। আদালতে করা আবেদনে, চিকিৎসক দাবি করেছেন তিনি ওড়িয়া এবং অন্যান্য ভারতীয় ভাষায় ২৯টি বই লিখেছেন। সেই কারণে তাঁর নাম পুরস্কারপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আদালতে দাবি করছেন, যে সাংবাদিকের নামে কোনও বই নেই। অথচ রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে রাষ্ট্রপতি মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরষ্কার গ্রহণের একটি ছবি পোস্ট করা হয়েছে। তিনি দাবি করেছেন, ছবিতে দেখা গিয়েছে, হুইলচেয়ারে বসে থাকা একজন বয়স্ক ব্যক্তি রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করছেন। ক্যাপশনে লেখা ছিল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাহিত্য ও শিক্ষার জন্য ডঃ অন্তর্যামী মিশ্রকে পদ্মশ্রী প্রদান করছেন। উল্লেখ্য, একজন বিশিষ্ট ওড়িয়া সাহিত্যিক অন্তর্যামী মিশ্র প্রায় পাঁচ দশক ধরে ওড়িয়া ভাষা, ব্যাকরণ সংস্কৃতি এবং ইতিহাস অধ্যয়নে অবদান রেখে আসছেন।
শুনানি চলাকালীন বিচারপতি এস কে পানিগ্রাহী বলেন, সরকারের কঠোর যাচাই প্রক্রিয়া সত্ত্বেও একই নামের কারণে বিভ্রান্তি দেখা দিয়েছে, যা নাম বেছে নেওয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আদালত উভয় দাবিদারকেই তাঁদের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে সমস্ত প্রকাশনা এবং অন্যান্য তথ্য আগামী ২৪ ফেব্রুয়ারি হাজির করতে বলেছে। উল্লেখ্য, দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল পদ্মশ্রী। এটি দেওয়া হয় শিল্প, সাহিত্য, সমাজসেবা, শিক্ষা এবং ক্রীড়া সহ একাধিক ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের।