বাংলা নিউজ > ঘরে বাইরে > Hijab case: স্কুলে হিজাব পরলে পড়ুয়ারা বৈচিত্র্যের বিষয়ে জানতে পারবে, বলল সুপ্রিম কোর্ট

Hijab case: স্কুলে হিজাব পরলে পড়ুয়ারা বৈচিত্র্যের বিষয়ে জানতে পারবে, বলল সুপ্রিম কোর্ট

হিজাব মামলা চলছে সুপ্রিম কোর্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

গত ৯ দিন ধরে সুপ্রিম কোর্টে হিজাব মামলার শুনানি চলেছে। তাতে বেঞ্চের একাধিক পর্যবেক্ষণ এসেছে। বেঞ্চ জানায়, ‘কেউ এটাও বলতে পারে, এটি বৈচিত্র্য প্রকাশের একটি সুযোগ। আমাদের কাছে সমস্ত সংস্কৃতি, ধর্মের ছাত্র রয়েছে। দেশের বৈচিত্র্যের দিকে তাকান, তাদের প্রতি সাংস্কৃতিকভাবে সংবেদনশীল হোন।’

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা ভারতের বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। কর্ণাটকের হিজাব নিষিদ্ধ মামলায় বুধবার এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিচারপতি হেমন্ত গুপ্তা এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চের মতে, পোশাকে অভিন্নতা রাখাটাই কর্ণাটক সরকারের প্রধান যুক্তি, সেক্ষেত্রে এই বিষয়টি উপেক্ষা করা যায় না যে শ্রেণিকক্ষে বৈচিত্র্যের অনুমতি দেওয়া হলে পড়ুয়াদের সাংস্কৃতিকভাবে সংবেদনশীল করে তুলতে পারে।

আরও পড়ুন: ‘শিখদের পাগড়ির সঙ্গে তুলনা নয়’, হিজাব মামলায় অতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

গত ৯ দিন ধরে সুপ্রিম কোর্টে হিজাব মামলার শুনানি চলেছে। তাতে বেঞ্চের একাধিক পর্যবেক্ষণ এসেছে। বেঞ্চ জানায়, ‘কেউ এটাও বলতে পারে, এটি বৈচিত্র্য প্রকাশের একটি সুযোগ। আমাদের কাছে সমস্ত সংস্কৃতি, ধর্মের শিক্ষার্থী রয়েছে। দেশের বৈচিত্র্যের দিকে তাকান, তাদের প্রতি সাংস্কৃতিকভাবে সংবেদনশীল হোন।’

হিজাব নিষিদ্ধ করা নিয়ে কর্ণাটক সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শিক্ষকরা। তাদের পক্ষে আইনজীবী আর ভেঙ্কটরমানি শিক্ষকদের পক্ষ থেকে হিজাবে আপত্তি জানান। তার পরেই বেঞ্চ প্রশ্ন তোলে, ‘শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে গেলে আপনি কীভাবে তাঁদের তৈরি করবেন? যখন তাঁরা বিশ্বের মুখোমুখি হবেন, তাঁরা দেশের মহান বৈচিত্র্যের মুখোমুখি হবেন। সংস্কৃতিতে বৈচিত্র্য, পোশাকে বৈচিত্র্য, রান্নায় বৈচিত্র্য। সুতরাং, এটি তাদের প্রস্তুত করার একটি সুযোগও হতে পারে। এটি কিছু মূল্যবোধ জাগ্রত করার একটি সুযোগ হতে পারে। এটি একটি দৃষ্টিকোণও হতে পারে। 

অন্যদিকে, কর্ণাটকের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং কে নাভাদগির যুক্তি ছিল, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করার জন্যই হিজাব নিষিদ্ধ করা হয়েছে। তাঁর আরও যুক্তি, কোরানে উল্লিখিত সমস্ত কিছুকে একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন হিসাবে গণ্য করা যায় না। কারণ এই ধরনের ধারণা অবাস্তব।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মমতা! শুনে নিন বিজয়ার গান, শেয়ার কুণালের ৩৭ বার ২০০-র বেশি রান! সামারসেট, CSK, RCB-কে টপকে T20-তে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বাড়ানো হল সলমন খানের বাড়ির বাইরের নিরাপত্তা দশমীতে একটা নতুন শাড়ি কিনে দিলে না! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ বধূর মুকেশ-শাহবাজের সাঁড়াশি আক্রমণে ভাঙল UP-র প্রতিরোধ, রঞ্জির ১ম ইনিংসে লিড বাংলার পুজোয় অপরূপা অপরাজিতা! কেমন কাটল অভিনেত্রীর পুজো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.