বাংলা নিউজ > ঘরে বাইরে > তদন্তে সহায়তা করছেন না জুবায়ের, Alt News সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগ পুলিশের

তদন্তে সহায়তা করছেন না জুবায়ের, Alt News সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগ পুলিশের

মহম্মদ জুবায়ের  (HT_PRINT)

Mohammed Zubair: ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সোমবার মহম্মদ জুবায়েরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে পুলিশ। বিচারকের নির্দেশে তাঁকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

তদন্তে সহায়তা করছেন না জুবায়ের। অল্ট নিউজ ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে এমনই অভিযোগ করল দিল্লি পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সোমবার মহম্মদ জুবায়েরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে পুলিশ। বিচারকের নির্দেশে তাঁকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। যদিও ম্যাজিস্ট্রেটের কাছে জুবায়েরের ৪ দিনের রিমান্ড চেয়েছিল দিল্লি পুলিশ।

২০১৮ সালের একটি টুইটের প্রেক্ষিতে এই সাংবাদিককে পুলিশ গ্রেফতার করে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ২০১৮ সালের টুইটে জুবায়ের লিখেছিলেন, ‘২০১৪ সালের আগে: হানিমুন হোটেল, ২০১৪ সালের পর হনুমান হোটেল।’ এই টুইটের প্রেক্ষিতে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ করেন এক টুইটার ব্যবহারকারী। অভিযোগকারীর অভিযোগ, হনুমানজি যেহেতু ব্রহ্মচারী, তাঁর সঙ্গে হানিমুন যুক্ত করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই আবহে অভিযুক্তের ইলেকট্রনিক ডিভাইস চাইছে পুলিশ। তবে জুবায়ের নাকি পুলিশকে নিজের ডিভাইস দিতে অস্বীকার করেছেন।

সাংবাদিক জুবায়েরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৫৩-এ (ধর্ম, বর্ণ, জন্মস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ২৯৫-এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত কাজ) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। জুবায়ের সোমবার তদন্তে যোগ দেন এবং পর্যাপ্ত প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখযোগ্যভাবে, সাংবাদিক মহম্মদ জুবায়ের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেতা নুপুর শর্মা এবং হরিয়ানায় সাধুদের 'সাম্প্রদায়িক বক্তব্যে'র ভিডিয়ো টুইট করে প্রচারে এসেছিলেন সাম্প্রতিককালে। এবার নিজেই সাম্প্রদায়িক টুইট করার অভিযোগে গ্রেফতার হলেন জুবায়ের।

বন্ধ করুন