প্রবল বর্ষায় বারে বারে বিগড়ে যাচ্ছে পরিস্থিতি। উত্তরবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত সিকিম। দার্জিলিংয়ের বিভিন্ন রাস্তা ধসে আটকে গিয়েছে। এদিকে সিকিম যাওয়ার জন্য ১০ নম্বর জাতীয় সড়ক অন্যতম ভরসা ছিল। কিন্তু সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয় ধসের জেরে। এরপর আলগাড়া, লাভা হয়ে ঘুরপথে সিকিম যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে এবার।
এদিকে কিছু গাড়ি এই বিকল্প রাস্তা ধরেই এতদিন সিকিমে যাচ্ছিল। এই সময় পর্যটকরা সাধারণত কিছুটা কম যান সিকিমে। তবে তার মধ্য়েও কিছু উৎসাহী পর্যটক বর্ষায় সিকিমের রূপ দেখতে যাওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে সিকিম থেকে পর্যটকরা এই বিকল্প রাস্তা ধরেই শিলিগুড়িতে আসছিলেন এতদিন। এবার সেই রাস্তাও বন্ধ করে দেওয়া হল।
তবে মনসং হয়ে রংপো-লাভা রোডটা খোলা রয়েছে। সেটা ব্যবহার করা যেতে পারে। আবার লাভা হয়ে কালিম্পিং-শিলিগুড়ির রাস্তাও খোলা থাকছে। আপাতত সেই রাস্তাগুলি ব্যবহার করা যেতে পারে।
তবে আলগাড়া-লাভা হয়ে সিকিম যাওয়ার যে রাস্তা সেটা আপাতত বন্ধ রাখা হচ্ছে। আগামী ১৪ই জুলাই পর্যন্ত এই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ই জুলাই সকাল ৬টা পর্যন্ত এই রাস্তা বন্ধ রাখা হবে। মূলত এই বিকল্প রাস্তাতেও নতুন করে ধস নেমেছিল। সেকারণে আর কোনও ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। আপাতত বন্ধ করা হল এই বিকল্প রুটটি। বৃহস্পিতবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিকিম ও কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি আসার যে রাস্তা রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে. সেকারণে এই বিকল্প রাস্তাটিও বন্ধ রাখা হচ্ছে।
তবে এবার অনেকটা ঘুরপথে শিলিগুড়ি থেকে সিকিম যেতে হবে। সেকারণে সময়ও বেশি লাগবে। প্রায় সাত ঘণ্টা সময় বেশি লাগবে সিকিম যেতে। কিছুটা ধীর গতিতে গাড়ি চালানো হচ্ছে। প্রায় সাত ঘণ্টা সময় লাগছে সিকিম যেতে। সেক্ষেত্রে স্বাভাবিক যে ভাড়া থাকে সিকিম যাওয়ার জন্য তার থেকে ভাড়া অনেকটাই বেশি লাগছে। এক্ষেত্রে বর্তমানে পর্যটকদের কিছুটা বাড়তি খরচ হচ্ছে।
পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফলাইন বলে পরিচিত এই ১০ নম্বর জাতীয় সড়ক। কিন্তু টানা বৃষ্টি, তিস্তা নদীতে জল বৃদ্ধি ও বার বার ধসের জেরে এই ১০ নম্বর জাতীয় সড়ক বার বার ক্ষতির মুখে পড়ছে।
এর আগে কালিম্পংয়ের জেলাশাসক শ্রী বালাসুহ্মামণিয়ম টি একটি নির্দেশ জারি করেছিলেন। সেখানে বলা হয়েছিল, ৩রা জুলাই থেকে এই ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সমস্ত গাড়িকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এই রুটে সমস্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে নির্দেশ জারি করা হয়েছে। চিত্রে থেকে শ্বেতী ঝোরা পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল এই ১০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ করার নির্দেশ জারি করা হল।
এবার বিকল্প রুটও বন্ধ হল।