Multibagger stocks: জানলে অবাক হবেন, ২০১৯ সালের শেষেই এই পেনি স্টকের দাম ছিল মাত্র ১ টাকায়। ফলে যদি কেউ গত তিন বছর ধরে এই শেয়ারে বিনিয়োগ করে থাকেন, তবে তিনি দুর্দান্ত মুনাফা কামিয়েছেন। ঠিক কতটা?
1/5সঠিক শেয়ার বেছে নেওয়া এবং ধৈর্য্য ধরে অপেক্ষা করাই শেয়ার বাজারে সাফল্যের চাবিকাঠি। Deep Diamond India-র শেয়ারই তার অন্যতম প্রমাণ। এক সময়ে এই শেয়ারের দাম ছিল মাত্র ১২ টাকা করে। আর সেই শেয়ারেরই দাম চড়ে ১৬০ টাকার স্তরে। বিনিয়োগকারীদের ১২০০% পর্যন্ত রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার শেয়ার। তবে গত ২০ জানুয়ারি স্টক স্প্লিটও করেছে সংস্থা। আর তাতে আরও লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5ডিপ ডায়মন্ড ইন্ডিয়া শেয়ারের ইতিহাস: ডিপ ডায়মন্ড ইন্ডিয়ার শেয়ারগু গত এক মাসেই ৭৫%-এরও বেশি রিটার্ন দিয়েছে। স্টক স্প্লিটের পর থেকে মাত্র ১৩.৭৫ টাকা থেকে বেড়ে এটি ২৪.৬০ টাকায় পৌঁছে গিয়েছে। ফাইল ছবি : পিটিআই (Reuters)
3/5YTD হিসাবেও ট্র্যাক রেকর্ড মন্দ নয়। প্রায় ৯৬% বেড়েছে এই শেয়ার। গত ৬ মাসেই বিনিয়োগকারীদের অবিশ্বাস্যভাবে ৩৭৫% রিটার্ন দিয়েছে এই শেয়ার। গত এক বছরে এই স্মল-ক্যাপ স্টক একটি মাল্টিব্যাগার পেনি স্টকে পরিণত হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
4/5জানলে অবাক হবেন, ২০১৯ সালের শেষেই এই পেনি স্টকের দাম ছিল মাত্র ১ টাকায়। ফলে যদি কেউ গত তিন বছর ধরে এই শেয়ারে বিনিয়োগ করে থাকেন, তবে তিনি দুর্দান্ত মুনাফা কামিয়েছেন। ঠিক কতটা? (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Reuters)
5/5২০১৯ সালের শেষের দিকে এই স্টকের দাম ছিল ১ টাকা করে। ডিপ ডায়মন্ড ইন্ডিয়ার শেয়ারের দাম এখন ২৪ টাকার স্তরে। ফলে তিন বছর আগে যদি কেউ এই স্ক্রিপে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে প্রায় এক লাখ শেয়ার পেতেন। এদিকে গত মাসের ১:১০ স্টক বিভাজনের পরে, সেই শেয়ারের সংখ্যাই বেড়ে ১০ লাখে দাঁড়াবে। ডিপ ডায়মন্ডের শেয়ারের দাম এখন প্রায় ২৪ টাকার আশেপাশে। অর্থাত্, তত্ত্বগতভাবে, কেউ যদি এই পুরো সময়টা এই শেয়ারে বিনিয়োগ করে থাকেন, তবে তাঁর ১ লক্ষ টাকা ২.৪ কোটি টাকায় পরিণত হওয়ার কথা। (ছবি সৌজন্য পিটিআই) (Reuters)