আর্থিক মন্দার জেরে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স সংস্থা অ্যামাজন। সংস্থার মোট ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ভারতে কর্মরত ১০০০ জনকেও ছাঁটাই করা হবে। ছাঁটাইয়ের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই আবহে মাথায় হাত পড়েছে অনেকের। ভারতে অ্যামাজনে কর্মরত মোট কর্মীর ১ শতাংশকে ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। এই আবহে একাধিক কর্মীরা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া এবং গ্রেপভাইন ওয়েবসাইটে। গ্রেপভাইনে এক অজ্ঞাত পরিচয় অ্যামাজন কর্মী পোস্ট করে দাবি করেন, ছাঁটাইয়ের মেল পেয়ে অনেকেই অফিসে হাউমাউ করে কাঁদছেন। এরই মাঝে এক ওমপ্রকাশ শর্মা নামক অ্যামাজন থেকে সদ্য ছাঁটাই হওয়া এক সিনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টও ভাইরাল হয়েছে। সেখানে ওমপ্রকাশ লেখেন, বাবা হারানোর কয়েক মাস পরই চাকরি হারালাম। (আরও পড়ুন: 'আমিও মধ্যবিত্ত পরিবারের, তাই চাপটা বুঝি', বাজেটের আগে মন্তব্য নির্মলার)
ওমপ্রকাশ নিজের পোস্টে লেখেন, '২০২২ আমার জীবনের সবচেয়ে কঠিন বছর ছিল। দুই থেকে তিন মাস আইসিইউতে থাকার পর বাবাকে হারিয়েছি। এই সময় আমি প্রায় ৪ মাস কাজ থেকে দূরে ছিলাম। ১১ জানুয়ারি অ্যামাজন ছাঁটাই শুর করার পর এবার আমি আমার চাকরিও হারিয়েছি।' ওমপ্রকাশ শর্মা চাকরি হারিয়ে সাহায্যের জন্য অনুরোধ করেছেন নিজের পোস্টে। তিনি বলেন যে অ্যামাজনে তাঁর পাঁচ বছরের কর্মজীবন ছিল তাঁর ক্যারিয়ারের 'সেরা সময়'। তিনি জানান, এই সময়কালে ইন্ডাস্ট্রির কিছু বুদ্ধিমান লোকের সাথে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি। ওমপ্রকাশ শর্মা আরও বলেছেন যে তিনি তাঁর সহকর্মীদের থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং তাঁর এখন সাহায্য দরকার।
আরও পড়ুন: অফিস খালি করছে মেটা ও মাইক্রোসফট, দেদার ছাঁটাইয়ের পর আরও বড় পদক্ষেপ
লিঙ্কডইন পোস্টে ওমপ্রকাশ শর্মা নিজের প্রাক্তন সহকর্মীদের উদ্দেশে লেখেন, 'আপনাদের কাছ থেকে কিছু সাহায্য দরকার আমার। দয়া করে আমার এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে আমি সঠিক সুযোগ পেতে পারি।' কর্মহীন হয়ে পড়া অন্যান্য ব্যক্তিদেরও অনুপ্রাণিত করার চেষ্টা করেন তিনি। তিনি লিখেছেন, 'যারা আমার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমি তাদের বলতে চাই যে এই কঠিন সময়ে ইতিবাচক থাকুন। অনুপ্রাণিত থাকুন। জীবনের এই ছোট বাধাগুলি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। লড়াই করুন এবং শক্তিশালী হয়ে ফিরে আসুন।' প্রসঙ্গত, বেঙ্গালুরু, গুরুগ্রাম এবং অন্যান্য জায়গায় অ্যামাজনের একাধিক দফতরে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এদিকে চাকরি থেকে ছাঁটাই হওয়া ব্যক্তিদের পাঁচ মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup