আমাজনের অ্য়ানুয়াল প্রাইম ডে ডিল ইভেন্ট। আগামী ১৫ ও ১৬ জুলাই। সেই দিনগুলিতে ভারতে আমজন অন্তত ৪৫,০০০ নতুন প্রোডাক্ট আনবে বলে খবর। দাবি করা হচ্ছে Prime Day 2023-কে উদযাপন করতে একেবারে জোরদার আয়োজন করছে আমাজন।
আমাজন ইন্ডিয়ার প্রাইম অ্যান্ড ডেলিভারি এক্সপেরিয়েন্সের ডিরেক্টর অক্ষয় সাহিকে উদ্ধৃত করে মানি কন্ট্রোল জানিয়েছে, প্রাইম ডে তে সমস্ত ক্যাটাগরিতে সবথেকে কম দামে জিনিসপত্র মিলবে। এই বছরে ৪৫,০০০ বেশি সামগ্রী নিয়ে আসা হচ্ছে। মনে করা হচ্ছে এতদিনের মধ্য়ে এই সংখ্যাটা সবথেকে বেশি। বড় বড় ব্র্যান্ড এই প্রাইম ডে -তে অংশ নিচ্ছে। যেমন Samsung, One Plus, Maybelline, Tata-র মতো সংস্থা এবার অংশ নেবে।
স্বাভাবিকবাবেই আমাজনের এই প্রাইম ডে অফারের জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। কতটা সস্তায় মানুষ প্রিয় জিনিসটা কিনে নিতে পারবেন তার জন্য় আগ্রহ অনেকেরই। অনলাইনে যাঁরা কেনাকাটা করতে অভ্যস্ত তাঁদের অনেকেই এখন এনিয়ে খোঁজ খবর নিচ্ছেন।
এখন অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাজন সামগ্রী ডেলিভারি দিয়ে থাকে। অর্ডার করার দিন অথবা তার পরের দিন দুয়ারে এসে বেল বাজান প্রতিনিধি। প্রাইম মেম্বাররা ২৪ ঘণ্টা অথবা ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের সামগ্রী পেয়ে যাচ্ছেন।
আমাজন ইন্ডিয়ার প্রাইম অ্যান্ড ডেলিভারি এক্সপেরিয়েন্সের ডিরেক্টর অক্ষয় সাহি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত বছর প্রাইম ডে তে আমাদের কাছে ১৫০ শতাংশ বেশি অর্ডার এসেছিল। এবারও আমাদের এই অর্ডারের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তবে সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন কিছু সামগ্রীর ক্ষেত্রে ওঠা নামা থাকতে পারে। যেমন এসি মেশিন। তবে কিছু ক্ষেত্রে প্রবল বৃষ্টির জেরে সঠিক সময়ে অর্ডার পৌঁছতে সমস্যা হতে পারে।
কতটা ডিসকাউন্ট থাকতে পারে এই প্রাইম ডে-তে?
একাধিক কোম্পানির প্রোডাক্টে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে। Maybelline, Renee, Plum, Nivea-তে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে। Adidas, Puma, Skechers-৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে। L'Oreal, Forest essentials, Kama Ayurveda, ৫০ শতাংশ ছাড় মিলতে পারে। Fashion Frills, Youbella, Shinning Diva -তে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে।
সব মিলিয়ে আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই আসছে মাহেন্দ্রক্ষণ। আমাজনের প্রাইম ডে। বড় বড় কোম্পানির সামগ্রীতে বিরাট বিরাট ছাড়।