অনলাইনে যে কোনও জিনিস কেনার সময়ে আমরা প্রথমেই দাম কতটা কম হচ্ছে দেখি। প্রায়শই অনলাইনে ভালো ভালো ডিলও পাওয়া যায়। সম্প্রতি একটি এসিতে এমনই দারুণ ডিসকাউন্ট দেয় আমাজন। তবে সমস্যা একটাই। আমাজন আসলে ভুল করে এই ছাড় দিয়েছে।
একটি এসি কেনার ক্ষেত্রে ৯৪ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। তোশিবা কোম্পানির এসিটির দাম ৯৬,৭০০ টাকা। ছাড়ের কারণে সেটি মাত্র ৫,৯০০ টাকা দাম শো করছিল।
তোশিবার এই প্রিমিয়াম স্প্লিট এসির ডিল কয়েকজন গ্রাহকের চোখে পড়ে। সকলেই প্রথমে এমন অবিশ্বাস্য অফার দেখে ঘাবড়ে যান। ১ লাখের এসি ৬ হাজার টাকায়! এ আবার হয় নাকি।
এর মধ্যে কেউ কেউ বেশি না ভেবে সঙ্গে সঙ্গে তা কিনে নেন। ফলে তাঁরা যে বেশ ভাগ্যবান, তা বলাই বাহুল্য।
অল্প সময়েই সম্বিত ফেরে আমাজনের। দাম সংশোধন করা হয়। বাড়িয়ে সঠিক ছাড়ের মূল্য স্থির করা হয়। তবে এই প্রথম নয়। প্রাইম ডে ২০১৯-এর সেলের সময়, ৯ লক্ষ টাকা মূল্যের ক্যামেরা গিয়ার মাত্র সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছিল। সেটাও ত্রুটিবশত।